অবশেষে মিলল সুখবর। চোট কাটিয়ে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম ইকবাল নেটে ব্যাটিং করছেন। মিরাজ, তাসকিন জিমে ঘাম ঝরাচ্ছেন সপ্তাহখানেক ধরেই। তারা চোট কাটিয়ে উঠেছেন। তাসকিন পিঠের ব্যাথা থেকে মুক্তি পেয়েছেন। মেহেদী হাসান মিরাজের কাঁধের ব্যাথাও আর নেই।
সঙ্গে ওমরাহ হজ্জ্ব করে বৃহস্পতিবার জিমে ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে দেখা মিলল তামিম ইকবাল, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী আর ইমরুল কায়েসের।
একইভাবে জানা গেল রুবেল হোসেন জ্বর থেকে সেরে উঠে জিমে সময় কাটাচ্ছেন। চোট কাটিয়ে উঠা মুশফিক বৃহস্পতিবার জানান, ‘আমি পুরোপুরি রানিং শুরু করে দিয়েছি, আজকেও করেছি। ভালো বোধ করছি। ১৩ তারিখ থেকে পুরোদমে অনুশীলন শুরু করবো।’
সব মিলিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘এ মুহুর্তে নাসির বাদে কারোরই বড় কোনো ইনজুরি নেই। সবাই আগের থেকে ভালো আছে, উন্নতি করছে। এখন পর্যন্ত সবাই ফিট।’
এদিকে সামনেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ২৯ মে দল ৩ ম্যাচ টি-টুয়েন্টির সিরিজ খেলতে ভারত যাবে। তার আগে ১৩ মে থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল প্রস্তুতি।
Discussion about this post