ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজেকশন নিয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজ শেষে দেশে ফিরেই অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের ভাবনায় ছিল এশিয়া কাপ। তিনি এই টুর্নামেন্টের পর সাকিবের অস্ত্রোপচারের পক্ষে মত দেন। বাধ্য হয়ে খেলে আবারো আঙুলের চোটে পড়লেন সাকিব। এদিকে শেষ খবর বুধবার বিকেলেই দুবাই থেকে ঢাকার বিমানে উঠেছেন সাকিব। চিকিৎসার জন্য যাবেন যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ায় যেতে পারেন তিনি।
বুধবার পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমি-ফাইনাল’ ম্যাচে একাদশে নেই সাকিব আল হাসান। আঙুলের পুরনো চোটে ছিটকে পড়েছেন এই অলরাউন্ডার। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মুমিনুল হক।
একইভাবে একাদশে নেই নাজমুল হোসেন শান্ত। টানা ব্যর্থ এই ওপেনারের পরিবর্তে একাদশে জায়গা পেলেন সৌম্য সরকার। প্রায় একবছর ওয়ানডে দলে জায়গা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেন নি তিনি। শুরুতেই আউট তিনি। ফিরে যান কোন রান না করেই। তার পথ ধরে বিদায় নেন মুমিনুল হক ও লিটন দাস।
পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২ রানেই শেষ ৩ উইকেট।
ম্যাচে স্পিনার নাজমুল হোসেন অপুর জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন।
পাকিস্তানের বিপক্ষে জিতলে এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। আবার হেরে গেল বিদায়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের এই কথা মাথায় রেখে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশের একাদশ-
লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post