ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার তাহলে লেখা হবে নতুন ইতিহাস। যে সাফল্য কখনোই দেখেনি ভারত, যে অর্জন সোনার হরিণ হয়ে থেকেছে, তাই এবার ধরা পড়ছে। ১৯৪৭ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করলেও কখনো দেশটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত। কিন্তু এবার জয়ের মঞ্চ তৈরি। প্রথমবারের মতো দেশটিতে টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে সফরকারীরা।
সিডনি টেস্টের চতুর্থ দিনেও বিরাট কোহলিরাই দাপট দেখাচ্ছেন। জয় নয়, ড্র করলেই ইতিহাস গড়া হয়ে যাবে ভারতের। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে কুলদীপ যাদবের স্পিনে কাবু অস্ট্রেলিয়া। তার ৫ উইকেট শিকারে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো নিজ দেশে ফলোঅনে অজিরা।
এদিন বৃষ্টির বাধায় আরো এগিয়ে যেতে পারল না ভারত। খেলার বড় একটা অংশই গেছে বৃষ্টির পেটে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার ৬ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলা শুরু করে অজিরা। প্রথম ইনিংসে অলআউট ৩০০ রানে। ভারত পায় ৩২২ রানের লিড। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ৪০০ রানের লিড পেয়েছিল ভারত। যা তাদের সর্বোচ্চ রানের লিড। সিডনিরটি দ্বিতীয় সেরা।
কুলদীপ ৯৯ রান দিয়ে নেন ৫ উইকেট। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে দিন শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে তুলেছে ৬ রান। এখনো ৩১৬ রান পিছিয়ে অজিরা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৪.৫ ওভারে ৩০০/১০ (হ্যান্ডসকম ৩৭, কামিন্স ২৫, স্টার্ক ২৯*, লায়ন ০, হেজেলউড ২১; শামি ২/৫৮, বুমরাহ ১/৬২, জাদেজা ২/৭৩, কুলদীপ ৫/৯৯, বিহারি ০/২)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলোঅন) ৪ ওভারে ৬/০ (খাজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)
Discussion about this post