প্রতিরোধের প্রাচীর দাঁড় করিয়েও শেষ পর্যন্ত লাভ হল না। সরফরাজ আহমেদ-আসাদ শফিকের লড়াইটা ব্যর্থ করে দিয়ে ম্যাচটা জিতে নিল লঙ্কানরাই। মঙ্গলবার পাকিস্তানকে দুবাই টেস্টে ৬৮ রানে হারিয়ে নতুন এক ইতিহাস গড়ল শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ জিতল ২-০তে। এরই পথ ধরে প্রথমবারের মতো দেশের বাইরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল দলটি। আর দ্বিতীয় ইনিংসে একশ রানের নিচে অলআউট হয়ে টেস্ট জয়ের চতুর্থ ঘটনা এটি।
জয়ের জন্য ৩১৭ রানের লক্ষ্যে নেমে আগের দিন ৫২ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। তারপরও সরফরাজ-আসাদের ষষ্ঠ উইকেট জুটি স্বপ্ন দেোখাচ্ছিল। ১৭৩ রানের জুটি গড়ে প্রতিপক্ষকে ভয় পাইয়ে দিয়েছিলেন তারা। কিন্তু দলটির নাম যে পাকিস্তান। এরপরই সব এলোমেলো হয়ে যায়। বাকী ৫ উইকেটে দল যোগ করে মাত্র ৫০ রান।
১১২ রান করে আউট হন আসাদ। ৬৮ রান অধিনায়ক সরফরাজের ব্যাটে।
২৪৮ রানে অলআউট পাকিস্তান। আর এতেই প্রথমবারের মতো ‘নিজেদের মাঠে’ শ্রীলঙ্কার বিপক্ষে পেল ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ। আর নিজেদের প্রথম দিবারাত্রির টেস্টটা জয় দিয়ে স্মরণীয় করে রাখল শ্রীলঙ্কা। দারুণ এই জয়ে পাকিস্তানকে ৭-এ নামিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা উঠে গেছে ছয় নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮২/১০ ও ২য় ইনিংস: ৯৬/১০
পাকিস্তান: ১ম ইনিংস ২৬২/১০ ও পাকিস্তান ২য় ইনিংস: ৯০.২ ওভারে ২৪৮/১০ (লক্ষ্য ৩১৭)(আগের দিন ১৯৮/৫) (শফিক ১১২, সরফরাজ ৬৮, আমির ৪, ইয়াসির ৫, ওয়াহাব ১, আব্বাস ৩*; লাকমল ১/৩৫, গামাগে ১/২৯, হেরাথ ২/৫৭, প্রদিপ ১/২১, পেরেরা ৫/৯৮, মেন্ডিস ০/৭)।
ফল: শ্রীলঙ্কা ৬৮ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজ শ্রীলঙ্কা ২-০তে জয়ী
ম্যাচ ও সিরিজসেরা: দিমুথ করুনারত্নে
Discussion about this post