মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মানেই যেন অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের আধিপত্য। গত তিন টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো এবারো দেখা গেছে সেই একই দৃশ্য। ফাইনালে উঠে আসে দুই চিরপ্রতিদ্ধন্দী। রোববার সেই চেনা দ্বৈরথে ইংল্যান্ডের বিপক্ষে অনায়াসে ৬ উইকেটে জিতল অজিরা।
মিরপুরের এই জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা পেল অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথম দেশ হিসেবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিক ট্রফি পেল অজিরা। শেষ দু’বারের চ্যাম্পিয়নও ছিল তারা। আর ইংল্যান্ডের শিরোপা পুনরুদ্ধারের মিশন। কিন্তু উদ্ধার করা হল না!
রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৫ রান করে ইংল্যান্ড। জবাবে ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ১০৫/৮, ২০ ওভার (নাইট ২৯, টেলর ১৮, এডওয়ার্ডস ১৩, জোনস ১২; কোয়েট ৩/১৬, পেরি ২/১৩)।
অস্ট্রেলিয়া : ১০৬/৪, ১৫.১ ওভার (লানিং ৪৪, পেরি ৩১*, জোনাসেন ১৫, ভিলানি ১২; সিভার ২/১২)।
ফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ফাইনালসেরা : সারাহ কোয়েট (অস্ট্রেলিয়া)
বিশ্বকাপসেরা : আনিয়া সিভার (ইংল্যান্ড)
Discussion about this post