ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ মিশনের এখন প্রস্তুতি পর্বে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এখন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে লড়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজারা। তাপমাত্রাও বেশ ভাবাচ্ছে। কারণ ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াসের মতো। সেই গরম থেকে এখন ১৩ ডিগ্রী কনকনে ঠান্ডায় টাইগার ক্রিকেটাররা।
আয়ারল্যান্ডে পৌঁছেই অনুশীলনে ব্যস্ত আঠে স্টিভ রোডসের শিষ্যরা। শুক্রবারের পর শনিবারও পুরো দল এক হয়েই নিজেদের মানিয়ে নেয়ার কাজে নামেন। কেউ কেউ নেটে ব্যাটিংটা ঝালিয়ে নেন। বোলাররাও বল হাতে নেন
ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলনে করে বাংলাদেশ দল। কনকনে শীতের মধ্যেই সবাই প্রথমে একটা ছোট্ট মিটিংও হয়েছে। তারপরই নেটে ব্যাটিং অনুশীলন করেন সৌম্য সরকার, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। বল হাতে নিজেদের দেখে নেন রুবেল হোসেন, তাসকিন আহমেদরা।
এরপরই মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদরা ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
গত বুধবার বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন মাশরাফিরা। ঐদিনই সন্ধ্যায় সপরিবারে সাকিব ঢাকা ছাড়েন। তার আগের রাতে ডাবলিনে যান ফরহাদ রেজা।
রোববার আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের বল মাঠে গড়াবে। ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ উইন্ডিজ। ৫ মে মাশরাফির দল প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে।
এই সিরিজ শেষে ১৭ মে বাংলাদেশ দল ইংল্যান্ড যাবে। লেস্টারশায়ারে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। বিশ্বকাপ শুরু ৩০ মে। আর মাশরাফিরদের প্রথম প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post