স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ারের সেরা সময়টাতে তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। নিষেধাজ্ঞার সেই সময় পেরিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। বিরতির পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেই সুযোগটা ভাল করেই কাজে লাগাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
জাতীয় দলে ফেরার মিশনে এবার লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলছেন আশরাফুল। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে মঙ্গলবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে কথা বলল টেস্টে সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ানের ব্যাট। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগেই দু’টি ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের লিটল মাস্টার। এবার কথা বলেছে আশরাফুলের ব্যাট। দোলেশ্বরের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৩১ বল খেলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি।
৩১ বল খেলে ১১ বাউন্ডারিতে ইনিংসটি সাজিয়েছেন অ্যাশ। আরাফাত সানির বলে ফরহাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার সতীর্থ তাইবুর রহমানও মঙ্গলবার করলেন সেঞ্চুরি। ১০৯ বলে ১১৪ রান করে অপরাজিত তাইবুর। জোড়া সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৯০ রান করে কলাবাগান।
এবারের লিগে প্রথম দুই ম্যাচে আশরাফুল অবশ্য ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন নি। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে করেন ১৪ রান। বল হাতে নেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে আবাহনীর বিপক্ষে করেন ২৫ রান।
Discussion about this post