ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্ট সিরিজ জিততে পারেন নি বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে দাপট দেখালেও ২০ ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে পেরে উঠেনি টাইগাররা। একইসঙ্গে প্রথমবারের মতো কোন দ্বিপাক্ষিক সিরিজের তিন ফরম্যাটেই ট্রফি জেতা হল না বাংলাদেশের। তবে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তার পুরস্কারটাও পেয়েছেন।
তিন ম্যাচ সিরিজে সাকিব করেছেন ১০৩ রান। আর নিয়েছেন ৮ উইকেট। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন নম্বর থেকে দুইয়ে উঠেছেন সাকিব। ৩৩৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি পেছনে ফেলেছেন ৩১৩ রেটিং পয়েন্টে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীকে। ৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে বোলিং র্যাংকিংয়েও তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ক্যাপ্টেনের। ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে এ তালিকায় তিনি রয়েছেন ৭ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও এগিয়েছেন সাকিব। ৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে এখন তিনি। এ বাঁহাতির ক্রিকেটারের বর্তমান রেটিং পয়েন্ট ৫১৫।
উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ তিন ম্যাচে করেন ৩৩ গড়ে ৬৬ রান। বল হাতে ওভার প্রতি ৬ এর নিচে (৫.৬৪) রান দিয়ে নেন ৫ উইকেট। তারই পথ ধরে তিন বিভাগেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। অলরাউন্ডারদের তালিকায় চারে অবস্থান মাহমুদউল্লাহ রিয়াদের। রেটিং পয়েন্ট ২৪০। এই অর্জনে দুই ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে উঠেছেন ৩১তম স্থানে। ৫ উইকেট শিকার করে বোলিংয়ে ১৭ ধাপ এগিয়ে রয়েছেন ৫১তম স্থানে
অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশ ৫ সেরা
ক্রিকেটার অবস্থান
সাকিব আল হাসান- ২
মাহমুদউল্লাহ রিয়াদ- ৪
সৌম্য সরকার- ৩৮
সাব্বির রহমান- ৫৭
মেহেদী হাসান মিরাজ- ৭৫
আবু হায়দার রনি- ৭৬
Discussion about this post