টি-টুয়েন্টি ক্রিকেটটা এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারেনি বাংলাদেশ। তাইতো মাঠে নামলে গল্পটা সেই একই। হারের বৃত্তে বন্ধী দর। মাঝে সংযুক্ত আরব আমিরাতের মতো একটা দলের বিপক্ষে দুটি ম্যাচ জয়। এর আগে পরে শুধুই হতাশার গল্প। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলতে গিয়েও পথ খুঁজে পাচ্ছে না টাইগাররা। রোববারও হার দেখেছে দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতাশ করল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তারা তুলতে পারল না বড় পুঁজি। এরপর বোলাররাও তেমন কিছু করতে পারেননি। যার পথ ধরে ৮ উইকেটের বড় হার। ত্রিদেশীয় ক্রিকেটে টানা দুই হার।
রোববার ক্রাইস্টচার্চে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের দল কিউইদের কাছে হারল ৮ উইকেটে। বাংলাদেশের ১৩৭ রানের পুঁজি ১৩ বল বাকি থাকতেই পেরিয়ে যায় কেন স্বাগতিকরা। উইলিয়ামসনের দল তুলে নেয় সিরিজে প্রথম জয়!
আর বাংলাদেশ হারাল টানা দুই ম্যাচে। সিরিজের প্রথম ম্যাচে ২১ রানে হেরেছিল বাংলাদেশ।
রোববার নিউজিল্যান্ডে জয়ে বড় অবদান ছিল ডেভন কনওয়ের। ৫১ বলে খেলেন ৭০ রানের ইনিংস। তার সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন উইলিয়ামসন। কিউই ক্যাপ্টেন করেন ১ চারে ৩০ রান। চারে নেমে দুটি করে ছক্কা-চারে ৯ বলে ২৩ রান করে দ্রুত ম্যাচ শেষ করেন গ্লেন ফিলিপস।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। অধিনায়ক সাকিব আল হাসানকে ঠিক চেনা যায়নি।
এর আগে ৪ চারে ওপেনার নাজমুল হোসেন শান্ত করেন ২৯ বলে ৩৩ রান। আফিফ হোসেন ২৪ রান করতে খেলেন ২৬ বল। ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডের হয়ে মাইকেল ব্রেসওয়েল ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।
বুধবার বাংলাদেশ পরের ম্যাচে লড়বে পাকিস্তানের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৭/৮ (শান্ত ৩৩, মিরাজ ৫, লিটন ১৫, আফিফ ২৪, মোসাদ্দেক ২, ইয়াসির ৭, সাকিব ১৬, সোহান ২৫*, তাসকিন ৩, হাসান ১*; বোল্ট ৪-০-২৫-২, সাউদি ৪-০-৩৪-২, মিল্ন ২-০-১২-০, নিশাম ১-০-১২-০, ব্রেসওয়েল ৪-০-১৪-২, সোধি ৪-০-৩১-২, ফিলিপস ১-০-৮-০)।
নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৪২/২ (অ্যালেন ১৬, কনওয়ে ৭০*, উইলিয়ামসন ৩০, ফিলিপস ২৩*; তাসকিন ৪-০-৩৪-০, শরিফুল ৩.৫-০-৩৯-১, হাসান ৪-০-২৬-১, মিরাজ ২-০-১২-০, সাকিব ৩-০-২৩-০, মোসাদ্দেক ১-০-৭-০)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মাইকেল ব্রেসওয়েল।
Discussion about this post