ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
গ্রুপ পর্বের শেষ প্রান্তে দাঁড়িয়ে রাশিয়া বিশ্বকাপ। এখন প্রতিটি দলেরই একটি করে ম্যাচ। তারপরই শুরু দ্বিতীয় রাউন্য। ৩২ দেশের ১৬ দল উঠে যাচ্ছে নকআউট পর্বে। বাকীরা কাটবে দেশে ফেরার টিকিট।
এরমধ্যে গ্রুপ এ’ থেকে এরইমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে দুই দেশ। স্বাগিতক রাশিয়ার সঙ্গে ছাড়পত্র পেয়েছে উরুগুয়ে। এ অবস্থায় আজ সোমবার বিশ্বকাপে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
‘এ’ গ্রুপের ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ রাশিয়া। আরেক ম্যাচে সৌদি আরব খেলবে মোহাম্মদ সালাহর দল মিসরের সঙ্গে। গ্রুপ ‘বি’র শেষ দুই ম্যাচে ইরানের লড়াই পর্তুগালের বিপক্ষে। স্পেন খেলবে মরক্কোর সঙ্গে। এখানে জয় চাই স্পেনের। আবার ড্র করলেই উঠে যাবে পর্তুগাল।
চলুন জেনে নেয়া ম্যাচ চারটি দেখাবে কোন চ্যানেল।
উরুগুয়ে-রাশিয়া
সরাসরি, রাত ৮টা
বিটিভি, মাছরাঙা, ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
সৌদি আরব-মিসর
সরাসরি, রাত ৮টা, সনি সিক্স
স্পেন-মরক্কো
সরাসরি, রাত ১২টা
মাছরাঙা, সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি
পর্তুগাল-ইরান
সরাসরি, রাত ১২টা, বিটিভি, সনি সিক্স









Discussion about this post