টি-টুয়েন্টিতে কিছুতেই ঠিকঠাক পেরে উঠছে না বাংলাদেশ। গত বছরের বিশ্বকাপের পর থেকেই অবনমন। এবার অপেক্ষাকতৃ দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। যেখানে নেই তিন সিনিয়র সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ। ২০ ওভারের ক্রিকেট থেকে আগেই সরে গেছেন তামিম ইকবার। এ অবস্থায় নুরুল হাসান সোহানের নেতৃত্বে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার যাই হোক বিসিবি সিনিয়র-জুনিয়র মিলিয়েই দল গড়বে। সোমবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মধ্যাহ্নভোজের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তেমন কথাই শোনালেন।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘একটা না একটা সময় আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেটাতো একটা বড় ব্যাপার। কিন্তু ট্রানজিশন পিরিয়ড যে এখনই শুরু হয়ে গেছে আমি সেটা বলব না। আমরা বিশ্বাস করি সিনিয়রদের এখনো অ্যাবিলিটি আছে। আমি মনে করি জুনিয়রদের ঠিক মতো তুলে ধরা আমাদের কাজ।’
এদিন সোহানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন। সেখানেই জানান নেতৃত্বে পরিবর্তন কিংবা সিনিয়রদের রাখা না হলেও দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি।
খালেদ মাহমুদ বলেন, ‘এই একটা ফরম্যাটে অনেকে বলেছিল পরীক্ষা নাকি, আসলে এটা পরীক্ষা না। এই ফরম্যাটে আমরা এখনো নিজেদেরকে মেলে ধরতে পারিনি। বেসিক্যালি রিয়াদ, মুশফিক স্কোয়াড থেকে বাদ হয়ে গেল, কিংবা সাকিব বাদ হয়ে গেল এটা না, আমার মনে হয় যে আমরা কিছু ছেলেদের দেখতে চাই। তাদের সেরা জায়গাগুলোতে খেলিয়ে তাদের দেখতে চাই তারা কি করে। আমরাতো এদের সম্পর্কে জানি, সিনিয়রদের সম্পর্কে আমাদের জানা আছে তারা কি পারে না পারে।’
সুজন সঙ্গে আরও যোগ করেন, ‘একটা ছেলেকে আমরা সুযোগ দিলাম বা এক ইনিংস সুযোগ পেল, মুনিম শাহরিয়ারের কথা যদি বলি দুটা টি-টুয়েন্টি সিরিজে মাত্র দুটা ম্যাচ খেলেছে। একটাতে ইনজুরি ছিল আরেকটা পারফরম্যান্সের কারণে। আমার মনে হয় যে পুরো সিরিজটাই খেলার সুযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য। প্লেয়ারদের একটা ম্যাচ খেলার পর গ্যাপ দিয়ে আরেকটা ম্যাচ খেলিয়ে আপনি জাজ করতে পারবেন না। জাজমেন্টের জন্য সময় দেওয়া দরকার।’
টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
টি-টুয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।
Discussion about this post