আরো একবার দলের ত্রানকর্তা হলেন তিনি। হাশিম আমলার দুর্দান্ত এক সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ৭২ রানের এই অনায়াস জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০তে জিতে নিল তারা।
শুক্রবার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা ৯ উইকেট হারিয়ে তুলে ২৮২ রান। আমলা ১৩৫ বল খেলে করেন ১১৯ রান। দু প্লেসিস করেন ৬৭।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, সাউদি, মিচেল ম্যাকক্লেনাগান ও কোরি অ্যান্ডারসন।
জবাব দিতে নেমে ৪৬.৩ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় কিউইরা। হারলেও ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের রেকর্ড দশম উইকেট জুটি গড়েন লুক রনকি এবং ম্যাকক্লেনাগান। তারা করেন ৭৬ রান। রনকি করেন ৭৯ রান।
সোমবার হ্যামিলটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৮২/৯ (আমলা ১১৯, ডি কক ২৬, দু প্লেসিস ৬৭, ডি ভিলিয়ার্স ৩৭, ডুমিনি ১৯, মিলার ৭, ফিল্যান্ডার ১; অ্যান্ডারসন ২/৩০, ম্যাকক্লেনাগান ২/৪৯, সাউদি ২/৫০, বোল্ট ২/৭০)।
নিউজিল্যান্ড: ৪৬.৩ ওভারে ২১০/১০ (রনকি ৭৯, ম্যাকক্লেনাগান ৩৪*; ফিল্যান্ডার ২/২৭, ডি ভিলিয়ার্স ২/২৮, তাহির ২/৩২, স্টেইন ২/৩৫)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জয়ী।
ম্যাচসেরা: হাশিম আমলা।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ তে এগিয়ে
Discussion about this post