বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি আরেক দফা পরিবর্তন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টি-টুয়েন্টি শুরুর নতুন তারিখ জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী বিপিএল শুরু হবে ৪ নভেম্বর। পুরনো সূচিতে একদিন আগেই টুর্নামেন্ট শুরুর কথা ছিল।
চা’য়ের শহর সিলেট থেকেই শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সই উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের। ১২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএলের ফাইনাল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় গ্লোবাল টি-টুয়েন্টি লিগের সঙ্গে সূচির সঙ্গে মিলে যাওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।
একেবারে শুরুতে বিপিএল শুরুর তারিখ ছিল ২ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান ৩১ অক্টোবর। পরে ঢাকায় কমনওয়েলথ ইন্টার পার্লামেন্টারি কমিশনের সেমিনারের কারণে সূচি পাল্টায় বিসিবি। উদ্বোধনী ম্যাচের ভেন্যু ঢাকা থেকে পাল্টে যায় সিলেটে। অবশ্য বন্যায় আক্রান্তদের সাহার্যাথ্যে এবার দেয়া হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের ব্যয় করা অর্থ।
বিসিবি জানিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও আরো দুই ভেন্যুতে হবে এবারের বিপিএল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ছাড়া সেই তালিকায় আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
Discussion about this post