অনাকাংখিত এক রেকর্ড ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসান। যেখানে আগে থেকেই ছিলৈন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের হার আফ্রিদির পাশে নিয়ে গেছে বাংলাদেশের সেরা তারকাটিকে।
দেশের হয়ে টি-টুয়েন্টিতে ৯৮টি ম্যাচ খেলে ৪০ ম্যাচে হার দেখেছেন আফ্রিদি। আর সাকিব মাত্র ৬০ ম্যাচ খেলেই তার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। দুঃখজনক হলেও সত্য টি-টুয়েন্টির আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হারের দেখা শীর্ষ দশে বাংলাদেশের খেলোয়াড়রাই বেশি। সাকিব ছাড়াও শীর্ষ দশে রয়েছেনবাংলাদেশের তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম ও মাশরাফি বিন মুর্তজা। সবচেয়ে বেশি ৫৯ ম্যাচে জয় দেখেছেন পাকিস্তানের শোয়েব মালিক।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি হার
ম্যাচ | জয় | পরাজয় | পরাজয়ের হার (%) | |
সাকিব আল হাসান | ৬০ | ১৯ | ৪০ | ৬৬.৬৭ |
শহীদ আফ্রিদি | ৯৮ | ৫৬ | ৪০ | ৪০.৮১ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ৫৯ | ১৮ | ৩৯ | ৬৬.১০ |
তামিম ইকবাল | ৫৯ | ১৮ | ৩৯ | ৬৬.১০ |
হ্যামিল্টন মাসাকাদজা | ৫০ | ১২ | ৩৭ | ৭৪.০০ |
Discussion about this post