ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্রোতের বিপরীতে লড়ে যাচ্ছে বাংলাদেশ। দলে ইনজুরির মিছিল। রান পাচ্ছেন না ব্যাটসম্যানরা। এরইমধ্যে এশিয়া কাপে দল হেরেছে টানা দুই ম্যাচে। সেই ধাক্কা সামলে উঠার সুযোগটা রোববারই পাচ্ছে টাইগাররা। আবুধাবিতে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও হাল ছাড়েন নি মাশরাফি। আফগানদের হারিয়ে লড়াইয়ে ফিরতে চায় তার। দল। এ পর্যন্ত ওয়ানডেতে দু’দল মুখোমুখি হয়েছে ৬ বার। সমান ৩টি করে জিতেছে বাংলাদেশ-আফগানিস্তান।
অবশ্য গ্রুপ পর্বে আফগানদের কাছে বাংলাদেশ হারে ১৩৮ রানের বড় ব্যবধানে। সুপার ফোরের ম্যাচে মাশরাফির দল জবাবের অপেক্ষায় আছে। মাশরাফি বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে এখনও ছিটকে যাইনি। ভালো করে ঘুরে দাঁড়ানোর এখনও সুযোগ আছে। একটা দিন সময় আছে পরের ম্যাচের আগে। নিজেদের একটু গুছিয়ে নিয়ে পরের ম্যাচে নামতে হবে আমাদের।’
আবুধাবির উইকেট দুবাইয়ের তুলনায় ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন। আফগানদের দুর্দান্ত স্পিন আক্রমণ সামলাতে হবে। মাশরাফি বলছিলেন, ‘আমাদের এখনো টুর্নামেন্টে ফেরার সুযোগ আছে। একটা ভাল দিনেই সব বদলে যেতে পারে। আফগানিস্তানের সাথে ম্যাচে যদি আমরা জিততে পারি, তাহলে ৫০-৫০ চান্স চলে আসবে। এরপর পাকিস্তানের সাথে ম্যাচে জিতলে ভালো সুযোগ থাকবে (ফাইনালের)। এত হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই দুটি ম্যাচে হার হতাশার। এটা কেউই চায়নি।’
এদিকে শনিবার সন্ধ্যায় দুবাই পথে দেশ ছেড়েছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ওপেনিং জুটি ব্যর্থ হওয়ায় চট জলদি তাদের দলে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
Discussion about this post