ভলিবল বাংলাদেশের তৃনমূলে পৌঁছে যাওয়া খেলা। এই শীতে গ্রামে-গঞ্জে চোখ মেললেই দেখা যাবে ছোট-বড় সবাই খেলাটি নিয়ে ব্যস্ত। যদিও ক্রিকেট কিংবা ফুটবলের জোয়ারে তেমন একটা দর্শক পায়না ভলিবল। এমন কী জাতীয় পর্যায়েও এই খেলাটি নিয়ে নেই তেমন উন্মাদনা! তারপরও মঙ্গলবার চমকে দিলেন বাংলাদেশ জাতীয় দল। বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়ে ট্রফি জিতল বাংলাদেশ।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এই ট্রফি জিতল লাল-সবুজের দল। সরাসরি ৩-০ সেটা জয়।
ফাইনালের প্রথম সেট স্বাগতিকরা জিতে ২৫-২২ ব্যবধানে। দ্বিতীয় সেটেও একই দাপট। এবার জয় ২৫-২৩ ব্যবধানে। গতবার পঞ্চম হওয়া বাংলাদেশ শেষ সেটে এগিয়ে ছিল ৭-৬ ব্যবধানে। এ সময় কিরগিজদের তোতোয়েভ নুরমুখামেদ চোট পেয়ে কোর্ট ছাড়েন! মাত্র ৮ জন খেলোয়াড় নিয়ে টুর্নামেন্টে আসা দলের তিন জন চোটে পড়ে। এ কারণে পাঁচ জন নিয়ে খেলা হয়নি তাদের।
এশিয়ান এই টুর্নামেন্টে আফগানিস্তানকে ৩-১ সেটে হারিয়ে মিশন শুরু হয় বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয়। এরপর কিরগিজস্তানের বিপক্ষে ৩-২ সেটে হার। তারপর মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠে আসে বাংলাদেশ। ফাইনালে কিরগিজদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল স্বাগতিকরা।
Discussion about this post