ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে জিম্বাবুয়েতে মাঠ মাতিয়েছেন তিনি। জিম্বাবুয়েতে তিন ফরম্যাটেই দাপট দেখিয়েছেন। তার পথ ধরেই এবার সাকিব আল হাসান ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।
গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কিছু অবশ্য করতে পারেন নি সাকিব। তবে বল হাতে নেন ৫ উইকেট।
দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের দারুণ এক অপরাজিত ইনিংসে খেলে জয়ের নায়ক। দারুণ বোলিংয়ে সিরিজের সর্বোচ্চ ৮ উইকেট নেন। এক ম্যাচে নেন পাঁচ উইকেট। দুই বিভাগেই নিজেকে মেলে ধরে সিরিজ সেরা হন সাকিব। টি-টুয়েন্টিতে নেন ৩ উইকেট, করেন ৩৭ রান।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টুয়েন্টির সিরিজ খেলেন মার্শ। যেখানে ১৫২.০৮ স্ট্রাইক রেটে করেন ২১৯ রান। নেন ৮ উইকেট। উইন্ডিজের লেগ স্পিনার ওয়ালশ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতে নেন ৭ উইকেট। টি-টুয়েন্টিতে নেন ১২ উইকেট।
চলতি থেকেই আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
ভোট দিতে ক্লিক করুন এই লিঙ্কে-
https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month
Discussion about this post