স্বপ্নের মতো একটা টেস্ট। তাতেই তিনি নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়! নিউজিল্যান্ডে বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক ইবাদত হোসেন পেলেন আরেকটি স্বীকৃতি। আইসিসির মাস সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় এই পেসার। যেখানে তার সঙ্গে লড়াই দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেনের।
‘আইসিসি মেন্স প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় ইবাদত। তার আগে এই তালিকায় উঠেছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদের নাম।
নারীদের জানুয়ারি মাসের সেরার লড়াইয়ে রয়েছেন- শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন ও ইংল্যান্ডের হিদার নাইট।
এই বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে ২৯.৩৩ গড়ে ৯ উইকেট তুলেছেন ইবাদত। মাউন্ট মঙ্গানুইয়ে যেখানে টাইগাররা তার হাত ধরেই পেয়েছে ঐতিহাসিক জয়। দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ৬ মেডেন নিয়ে ৪৬ রানে তুলেন ৬ উইকেট। এটিই দেশের বাইরে বাংলাদেশের কোন বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড।
ইবাদতের ম্যাজিকে প্রায় ৯ বছর ও ৪৭ টেস্ট পর এই ফরম্যাটে বাংলাদেশের কোনো পেসাসের প্রথম ৫ উইকেট পেলেন। তার পথ ধরে উঠে এলেন আইসিসির মাসসেরার তালিকায়।
একমাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত অনফিল্ড পারফরম্যান্স ও সার্বিক অর্জনের ওপর ভিত্তি করে তিন জনের তালিকা নির্ধারণ করে আইসিসি অ্যাওয়ার্ডস নমিনেশন্স কমিটি। এই তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেন ভোটিং অ্যাকাডেমি ও ভক্তরা। ভোটিং একাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেন তারা, ৯০ শতাংশ ভোট থাকে তাদের হাতে।
নিবন্ধিত ভক্তরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দেন, তাদের ভোটিং শেয়ার ১০ শতাংশ। অর্থাৎ মাসসেরা ক্রিকেটার নির্বাচনে ভোট দিতে পারেন ভক্তরাও। আইসিসির ডিজিটাল চ্যানেলে প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
Discussion about this post