আয়ারল্যান্ডকে অনায়াসে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। সেঞ্চুরি তুলে নিয়েছেন শিখর ধাওয়ান। এনিয়ে টানা পঞ্চম জয় পেল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচে বড় স্কোর পথে থাকলেও হঠাৎ বিপর্যয়ে এক ওভার বাকি থাকতেই ২৫৯ রানে অলআউট আইরিশরা।
মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে ‘বি’ গ্রুপের ম্যাচে জবাব দিতে নেমে ৩৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
রোহিত শর্মাকে নিয়ে ১৭৪ রানের জুটি গড়েন ধাওয়ান। এটি বিশ্বকাপে তাদের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান। ৮৫ বলে ধাওয়ান করেন ১০০।
টানা ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৪৯ ওভারে ২৫৯/১০ (পোর্টারফিল্ড ৬৭, স্টার্লিং ৪২, জয়েস ২, নায়াল ৭৫, বালবারনি ২৪, কেভিন ১, উইলসন ৬, টম্পসন ২, মুনি ১২*, ডকরেল ৬, কুসাক ১১; সামি ৩/৪১, অশ্বিন ২/৩৮, উমেশ ১/৩৪, মোহিত ১/৩৮, রায়না ১/৪০, জাদেজা ১/৪৫)
ভারত: ৩৬.৫ ওভারে ২৬০/২ (রোহিত ৬৪, ধাওয়ান ১০০, কোহলি ৪৪*, রাহানে ৩৩*; টম্পসন ২/৪৫)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শিখর ধাওয়ান।
Discussion about this post