ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। এবারের আইপিএলের মেগা নিলামেও রয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তারা অনেকটা নিয়মিতভাবেই খেলছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তারা ছাড়াও চূড়ান্ত নিলামে বাংলাদেশ থেকে জায়গা পেলেন আরও তিন ক্রিকেটার।
শুরুতে নিলামে ছিলেন বিশ্বের ১২১৪ জন ক্রিকেটার। এবার বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার চূড়ান্ত তালিকায় থাকা ৫৯০ জনের নাম প্রকাশ করল আইপিএল কর্তৃপক্ষ। বেঙ্গালুরুতে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের নিলাম।
শুরুতে বাংলাদেশ থেকে এবার মোট ৯ জন ক্রিকেটার নাম ছিল আইপিএলের নিলামে। তারমধ্যে টিকে গেলেন সাকিব-মুস্তাফিজ। সঙ্গে যোগ হয়েছে লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের।
স্বস্তির খবর হলো-এবার সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব ও মুস্তাফিজ। বাংলাদেশের দুই ক্রিকেটারই ২ কোটি রুপি ভিত্তি মূল্যে রয়েছেন। লিটন, তাসকিন ও শরিফুল তিনজনই ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে জায়গা পেলেন।
এবারই প্রথম আইপিএল ১০ দল নিয়ে হতে যাচ্ছে প্রথম মেগা নিলাম। এক কোটি ৫০ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে রয়েছেন ২০ জন ক্রিকেটার। এক কোটির ভিত্তি মূল্যে ৩৪ ক্রিকেটার।
সবশেষ আসরে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে ১ কোটি রুপিতে নেয় রাজস্থান রয়্যালস। গত আইপিএলে সাকিবের পারফরম্যান্স হতাশ করা ছিল। ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন। আর ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান। অন্যদিকে সফল ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। ১৪ ম্যাচ খেলে নেন ১৪টি উইকেট।
 
			 
                                









Discussion about this post