তিনি বড় মঞ্চেরই ক্রিকেটার। সব সময়ই সেটা প্রমান দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ খেলছেন তিনি। টানা চার ম্যাচে সেরা হলেন এই অলরাউন্ডার। আইপিএল নিলামের আগে বিপিএল দিয়ে ফর্মে ফিরলেন ফরচুন বরিশাল অধিনায়ক। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলাম ভারতের ওই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের।
আইপিএলে কলকাতার হয়ে দুবার শিরোপা জিতেছেন সাকিব। ফের নিলামে উঠার আগে এবার বরিশালের হয়ে শেষ চার ম্যাচে হলেন ম্যাচসেরা। সবশেষ সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচেও উজাড় করে দিলেন নিজেকে। শুরুতে ১৯ বলে ৩৮ রান তুলেন। এরপর বল হাতে নেন ২৩ রানে ২ উইকেট। জেতান বরিশালকে।
গোটা টুর্নামেন্টেই এবার দারুণ খেলছেন সাকিব। এর আগে খুলনার বিপক্ষে বরিশালকে জিতিয়েছেন ২৭ বলে ৪১ রানে। চট্টগ্রামের বিপক্ষে ৩১ বলে তুলেন ৫০।
এ অবস্থায় ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম। যেখানে সবচেয়ে দামি ক্রিকেটারের ক্যাটাগরিতে আছেন তিনি। ৪৯ জন তারকাকে রাখা হয় এবার আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এর মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশ ক্রিকেটার। সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি রুপি।
তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, মুজিব উর রেহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের তালিকায় আছেন সাকিব-মুস্তাফিজ। ভারতীয় ও বিদেশি মিলিয়ে এই ৪৯ ক্রিকেটারের ভিত্তিমূল্য দুই কোটি রুপি। নিলামে তাদের দাম শুরু দুই কোটি রুপি থেকে।
ফর্মে থাকা সাকিব তার আগে ভাসছে প্রশংসায়। তারই দল বরিশালের সতীর্থ মুনিম শাহরিয়ার বলছিলেন, ‘তিনি এক কথায় সুপারম্যান। টানা চারটা ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, যোগ্য হিসেবেই। তিনি যে ভূমিকা পালন করছেন, এটা অভাবনীয়। অধিনায়ক হিসেবে তিনি দারুণ, কোনো চাপ দেন না। সিম্পল রাখেন সব কিছু। আমরা অবশ্যই উনার কাছ থেকে শেখার চেষ্টা করছি।’
Discussion about this post