ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিংয়ের সময় বাঁহাতের আঙুলে চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে নিউজিল্যান্ড সফরেও যেতে পারেননি তিনি। তবে তার মন পড়ে ছিল মাঠে। তাইতো পুর্নবাসন প্রক্রিয়ার অধিক মনোযোগি ছিলেন এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত সেই পরিশ্রমের ফল বুধবার হাতে হাতে পেলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সাকিব এখন চোটমুক্ত। খেলতে পারবেন যেকোন প্রতিযোগিতামুলক ম্যাচ। তার মানে আইপিএলে যেতে আর কোন বাধা নেই তার।
বুধবার মিরপুরে সাকিবের মেডিক্যাল রিপোর্ট ও ফিজিওর রিপোর্ট পাওয়া গেছে। সেখানে এসেছে ইতিবাচক ফল। তাই এ অলরাউন্ডারের আসন্ন আইপিএল খেলতে কোনো বাধা নেই। যদিও দুই সপ্তাহ আগে তাকে প্রতিবেশি দেশটির লিগে খেলার অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি।
চোটমুক্ত হতে গতেএক সপ্তাহ কঠোর অনুশীলন করেন সাকিব। ডাক্তারের পরামর্শ ছিল ২০ মার্চ পর্যন্ত মাঠে নামতে পারবেন না তিনি। যা বুধবার শেষ হওয়ায় এ অলরাউন্ডারকে সবুজ সংকেত দিয়েছেন তারা। তাতে দারুণ খুশি আকরাম, ‘গত সাত দিন সাকিব অনুশীলন করেছে। ব্যাটিং-বোলিংও করেছে। ডাক্তারের যে পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, আজকে সেই ডেডলাইনও শেষ হয়ে গেছে। তাই সে এখন পুরোপুরি ফিট’
আইপিএল শুরু হতে আর বাকি চার দিন। সাকিব কবে দেশ ছাড়ছেন এ ব্যাপারে কিছু বলতে পারেননি আকবার। তবে জানা গেছে আগামী বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হবেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবকে আগেই আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে জানান আকরাম, ‘ওটাতো এরইমধ্যে দেওয়া হয়েছে।’
বিশ্বকাপের আগে আইপিএলের মতো বড় টুর্নামেন্টে সাকিবকে ছাড়পত্র দিয়ে বিসিবি পড়েছে সমালোচনার মুখে। তবে আকরাম খানের বিশ্বাস, সাকিব নিজেরটা ভালো বুঝবেন, ঝুঁকি নিয়ে খেলবেন না, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য ও খুব গুরুত্বপূর্ণ। আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকবে। ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি নিশ্চিত ও নিজেরটা নিজে খুব ভালো বোঝে। সে নিজে খুবই যত্ন নিয়েছে, এক মাস দেখলাম’
গতবারের মতো এবার আইপিএলে সাকিব খেলবেন সানরাইজার্স হায়দরাবাদে। আগামী রোববারই এ মৌসুমে প্রথমবার মাঠে নামবে ডেভিড ওয়ার্নারের দল। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ইডেন গার্ডেনের এই ম্যাচেই খেলতে পারবেন সাকিব। এজন্য হয়তো মুখিয়ে রয়েছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। হয়তো ঐ টুর্নামেন্ট থেকে বিশ্বকাপের জন্য নিজেকে আরও ভালভাবে তৈরি করবেন তিনি।
Discussion about this post