ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হোটেল বন্দি জীবন শেষে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে যোগ দিলেন সাকিব আল হাসান। পুরনো দলে ফিরে বেশ চাঙ্গা বিশ্বসেরা এই অলরাউন্ডার। দিন দুয়েক আগেই ইন্সটাগ্রাম লাইভ আড্ডায় বলেন, এবারের আইপিএলে ২৫ উইকেট নিতে চান তিনি। এবার জানালেন, এমন কিছু করতে চান যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর আগে কেউ করেনি।
ইসএসপিএন-ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাতকারে চটজলদি অনেক উত্তর দেন। তাই তুলে ধরা হলো এখানে-
প্রশ্ন: আপনি আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন?
সাকিব আল হাসান: মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রশ্ন: আপনাদের দলের শক্তির জায়গা কোনটি?
সাকিব: আমার বিবেচনায় তিন ডিপার্টমেন্টই ভালোভাবে সাজিয়েছি আমরা। তবে আমাদের বোলিং বিভাগ এ বছর শিরোপা জেতাতে পারে।
প্রশ্ন: এবারের আইপিএলে আপনার ব্যক্তিগত লক্ষ্য কী?
সাকিব: দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখাই আমার টার্গেট।
প্রশ্ন: আইপিএলের কোন রেকর্ড আপনি ভাঙতে চান?
সাকিব: একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চাই আমি।
প্রশ্ন: আইপিএলের গত মৌসুমের পর কোন জিনিসটা শিখেছেন আপনি?
সাকিব: আইপিএলের অংশ হিসেবে প্রতিনিয়তই অনেক কিছু শেখা যায়।
প্রশ্ন: আইপিএলের কোন ম্যাচটা আপনি বারবার দেখেন?
সাকিব: নির্দিষ্ট কোনো ম্যাচ নেই।
প্রশ্ন: আইপিএলে আপনার চোখে নিজের সেরা পারফরম্যান্স কোনটা?
সাকিব: আমার মতে, ২০১৪ মৌসুম, ২২৭ রান ও ১১ উইকেট।
প্রশ্ন: বায়ো বাবলে থাকার সবচেয়ে কঠিন জিনিস কোনটা?
সাকিব: সবচেয়ে কঠিন হলো, রুম থেকে বের হতে না পারা।
প্রশ্ন: টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আপনার ব্যাপারে মানুষের ভুল ধারণা কোনটি?
সাকিব: মানুষ তো অনেক কিছুই বলে। তবে আমি সেসব নিয়ে ভাবি না। তাই বলতে পারছি না।
প্রশ্ন: আইপিএলে কোন বোলারকে খেলতে মুখিয়ে আছেন?
সাকিব: জোফরা আর্চারকে খেলতে চাই। কিন্তু ও এখন ইনজুরিতে। আরেকজন আছে, আমাদের দলের প্যাট কামিনস। তাকে নেটে খেলতে পারব।
আইপিএলের এক আসরে এখন অব্দি আড়াইশ রান বা ১৫ উইকেট নিতে পারনি নি সাকিব। ২০১৮ সালের আসরে সর্বোচ্চ ১৪ উইকেট ও একই বছর ব্যাট হাতে সর্বোচ্চ ২৩৯ রান করেন তিনি। সব মিলিয়ে আইপিএলে খেলা ৬৩ ম্যাচে ২ ফিফটিতে ৭৪৬ রান ও ৫৯ উইকেট। নাইটদের হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জেতেন তিনি।
এবার একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চান সাকিব। যা আইপিএল ইতিহাসে নেই!
Discussion about this post