বিশ্ব ক্রিকেটের মানচিত্রটা তাহলে পাল্টেই যাচ্ছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দাপটে কোণঠাসা হয়ে যাচ্ছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সামনে নিজেদের সূচিতেও বড়সড় পরিবর্তন আনছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বছরে এই আড়াই মাস বিশ্বের কোথাও আন্তর্জাতিক ক্রিকেট হবে না। আর ভারতের বাইরে বিভিন্ন দেশে সফরে যাবে আইপিএল দলগুলো।
আগামী পাঁচ বছরের জন্য আইপিএল মিডিয়া স্বত্ব রেকর্ড দামে বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভায়াকম পেয়েছে ডিজিটাল স্বত্ব। স্টার ধরে রাখল টিভি স্বত্ব। দুটি প্রতিষ্ঠান ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত ৫ বছরের জন্য মোট ৪৮,৩৯০ কোটি রুপিতে তারা কিনে নিয়েছে মিডিয়া স্বত্ব। আইপিএলে সামনের মৌসুমে প্রতি ম্যাচের মূল্য ১১৮ কোটি ২ লাখ রুপি দাঁড়াবে। ম্যাচ প্রতি মূল্যের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগকে ছাড়িয়ে গেল তারা।
এ অবস্থায় সামনে বাড়বে আইপিএলের ম্যাচের সংখ্যা। আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা যাতে আইপিএলে খেলতে পারেন সেটি ভাবনায় রেখে পরের এফটিপি সূচি তৈরি করবে আইসিসি। যেখানে আইপিএলের জন্য আড়াই মাসের আলাদা সময় ধরা থাকবে।
আইসিসির বর্তমান এফটিপি শেষ হচ্ছে ২০২৩ সালে। এরপর তাদের সূচিতে প্রাধান্য পাবে আইপিএল। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত এফটিপিতে আইপিএলের জন্য থাকবে প্রতিবছর আড়াই মাস করে সময়। তখন গোটা বিশ্বেই বন্ধ থাকবে আন্তর্জাতিক ক্রিকেট!
আগামী দুই মৌসুমে আইপিএলে মোট ম্যাচ ৭৪টি। ২০২৫ ও ২০২৬ সালে ম্যাচের সংখ্যা বেড়ে ৮৪-তে যাবে। এভাবেই ম্যাচের সংখ্যা বাড়াবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সন্দেহ নেই একটা সময় গোটা বিশ্বেই আইপিএল দিয়ে রাজত্ব করতে চায় তারা। সেই ছক তৈরি!
Discussion about this post