পার্থেই যে অস্ট্রেলিয়ার অ্যাশেজ পুনরুদ্ধার হচ্ছে সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। মঙ্গলবার শুধু আনুষ্ঠানিকতা যেন সারল মাইকেল ক্লার্কের দল। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের অনায়াস জয় তুলে নিল স্বাগতিকরা। তাতেই ২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া।
টেস্টের পঞ্চম দিনে জিততে অজিদের দরকার ছিল ৫ উইকেট। অন্যদিকে ইংল্যান্ডকে করতে হত ২৫৩ রান। কিন্তু
৫০৪ রানের জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংলিশরা ৩৫৩ রানে অলআউট।
এর আগে এবারের অ্যাশেজের প্রথম টেস্টে ব্রিসবেনে ৩৮১ রানের জিতেছিল অজিরা। এরপর অ্যাডিলেডে ২১৮ রানের আরেক বড় জয়। পাত্তাই পাচ্ছে না এবার অ্যালিয়েস্টার কুকের ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৮৫/১০ (স্মিথ ১১১, ওয়ার্নার ৬০, হ্যাডিন ৫৫; ব্রড ৩/১০০) ও ২য় ইনিংস: ২৩৫/৩ (রজার্স ৫৪, ওয়ার্নার ১১২; ব্রেসনান ১/৪৯, সোয়ান ১/৫১)
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫১/১০ (কুক ৭২, কারবেরি ৪৩; সিডল ৩/৩৬, হ্যারিস ৩/৪৮, জনসন ২/৬২) ২য় ইনিংস ৩৫৩/১০ (স্টোকেস ১২০, বেল ৬০, পিটারসেন ৪৫; জনসন ৪/৭৮)
ফল: অস্ট্রেলিয়া ১৫০ রানে জয়ী
ম্যাচসেরা: স্টিফেন স্মিথ
সিরিজ: অস্ট্রেলিয়া ৩-০’তে এগিয়ে
http://youtu.be/H4LW5OPMQSo
Discussion about this post