ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে শুক্রবার থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। আট দলের এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে আয়োজন রানির জন্মদিন উপলক্ষ্যে। শুধু সেখানে ক্রিকেটই ফেরেনি ফিরেছে দর্শকও। রাউন্ড রবীন লিগভিত্তিক এ টুর্নামেন্টের ফাইনার আগামীকাল।
সিডিইউ টপ এন্ড টি-টোয়েন্টি নামের এ টুর্নামেন্টে সাতটি ডারউইন প্রিমিয়ার গ্রেডের দলের সঙ্গে অংশ নিচ্ছে স্থানীয় এশিয়ানদের নিয়ে গড়া দল। ম্যাচগুলো হচ্ছে মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেন ওভাল ও কাজালি ওভালে হচ্ছে ম্যাচগুলো। স্থানীয় সময় সকাল দশটায় শুরু হয়ে আড়াইটার মধ্যেই শেষ হয়ে যায় খেলা।
গত ২১ মের পর থেকে ডারউইনে কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় নি। তাই ডারউইনে খেলা ফেরানোর উদ্যোগ নিয়েছে সেখানকার ক্রিকেট কমিটির চেয়ারম্যান লাচলান বেয়ার্ড।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে প্রতিদিন মাঠে বসার সুযোগ পাচ্ছে পাঁচশ দর্শক। একটি সেমিফাইনাল, ফাইনাল ও বাছাই করা কয়েকটি ম্যাচ মাইক্রিকেট ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
Discussion about this post