ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইতিহাস গড়ার হাতছানি নিয়েই খেলতে নেমেছিল সিডনিতে। জয় নয়, ড্র হলেই গড়া হয়ে যেতো ইতিহাস। অবশ্য সিডনিতে জয়ের মঞ্চ তৈরি ছিল ভারতের। কিন্তু সোমবার বৃষ্টি জিততে দিল না। পুরোটা দিনের খেলা ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। তাতে অবশ্য বড় কোন সমস্যা হয়নি সফরকারীদের। বিরাট কোহলির হাত ধরে নতুন এক ইতিহাস লেখা হলো। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বাদ পেল ভারত।
৪ ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত। গড়ল অনন্য এক রেকর্ড। উপমহাদেশের প্রথম দল হিসেবেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল তারা। ৭১ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ পেলেন কোহলি।
সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে ৩১ রানে জিতেছিল ভারত। তারপর পার্থ টেস্টে ১৪৬ রানে জিতে সিরিজে ফিরে অজিরা। কিন্তু এরপরই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে জিতে সিরিজ জয়ের পথে ফের এগিয়ে যায় ভারত। সিডনিতে বৃষ্টির বাধায় সোমবার পঞ্চম ও শেষ দিনের খেলা পণ্ড হয়ে যায়। অবশ্য ড্র হওয়াতে সমস্যা হয়নি। সিরিজের ট্রফি ঠিকই কোহলির হাতে।
১৯৪৭-৪৮ মৌসুমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। ইতিহাসে এরপর আরো ১১বার দেশটিতে টেস্ট সিরিজ খেলতে গেলেও টেস্ট সিরিজ জেতা হচ্ছিল না। ১৯৮০-৮১, ১৯৮৫-৮৬ ও ২০০৩-০৪ মৌসুমে তিনটি অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ ড্র করেছিল ভারত। আর এবার এবার ঐতিহাসিক জয় ধরা দিল।
সিডনি টেস্ট ও সিরিজের সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা। ৪ টেস্টে ৩ সেঞ্চুরিতে ৫২১ রান করেন এই ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৪.৫ ওভারে ৩০০/১০ (হ্যান্ডসকম ৩৭, কামিন্স ২৫, স্টার্ক ২৯*, লায়ন ০, হেজেলউড ২১; শামি ২/৫৮, বুমরাহ ১/৬২, জাদেজা ২/৭৩, কুলদীপ ৫/৯৯, বিহারি ০/২)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলোঅন) ৪ ওভারে ৬/০ (খাজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)
ফল: টেস্ট ড্র
ম্যাচসেরা: চেতেশ্বর পুজারা
সিরিজ: ৪ ম্যাচ টেস্ট সিরিজে ভারত ২-১ এ জয়ী
সিরিজসেরা: চেতেশ্বর পুজারা
Discussion about this post