আজকের সিলেটের সন্ধ্যায় রোমাঞ্চের শেষ নেই। বৃষ্টির বাধা, দোলাচল আর শেষ মুহূর্তের ঝড়ো ব্যাটিং-সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচ উপহার দিল খুলনা ও চট্টগ্রাম। শেষ পর্যন্ত অভিষেক দাস ও নাহিদুল ইসলামের ঝড়ে চট্টগ্রামকে হারিয়ে এনসিএলের (জাতীয় ক্রিকেট লিগ) ফাইনালে জায়গা করে নিল খুলনা বিভাগ।
টস হেরে আগে ব্যাট করে চট্টগ্রাম ৬ উইকেটে তোলে ১৪৯ রান। ইনিংস গড়ার মূল ভরসা ছিলেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি, ৩৭ বলে খেলেন ৪৫ রানের ইনিংস। তাঁর সঙ্গে ৩৩ বলে ৩৯ রান করে সহযোগিতা করেন ইরফান শুক্কুর। শেষদিকে শাহাদাত হোসেন দিপু ১৯ বলে ২৫ রান করে দলকে এনে দেন লড়াইয়ের যোগ্য স্কোর।
কিন্তু ম্যাচের ভাগ্য ঘুরে যায় ইনিংসের বিরতিতে বৃষ্টিতে। দীর্ঘ বিরতির পর ম্যাচ কমে আসে ৯ ওভারে, আর খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান।
লক্ষ্যটা সহজ মনে হলেও খুলনার ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। একে একে ফিরে যান এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, জিয়াউর রহমান, আফিফ হোসেন ও সৌম্য সরকার। ৫ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৩০ রান, তাতে ৫ উইকেট হারিয়ে প্রায় নিরাশার ছায়া খুলনা শিবিরে।
ঠিক তখনই মাঠে নেমে রূপকথা লিখে ফেললেন দুই শেষদিকের ব্যাটার অভিষেক দাস ও নাহিদুল ইসলাম। ইনজুরি কাটিয়ে ফেরা অভিষেক নিজের নামের পাশে ১১ বলে ২৭ রান তুললেন ৩ ছক্কা ও ২ চারে, আর নাহিদুল খেললেন ৯ বলে ২১ রানের ইনিংস।
নাঈম হাসানের এক ওভারে চার-ছক্কায় চাপে থাকা খুলনা জেগে ওঠে। পরের ওভারে হাসান মুরাদকে টানা দুটি ছক্কা মারেন অভিষেক। শেষ পর্যন্ত ২০ বলের ঝড়ো জুটিতে ৫১ রান যোগ করে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন তারা।
চট্টগ্রাম ১৪৯ রানে, খুলনার জয় ৪ উইকেটে- এমন নাটকীয় সমাপ্তিতে মাঠ ছেড়ে যায় দুই দল। জয় দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে খুলনা, আর চট্টগ্রাম এখন তাকিয়ে থাকবে রংপুরের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের দিকে।
Discussion about this post