ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টি শেষে অবশেষে মাঠে গড়িয়েছে ম্যাচ। শুরু হয়েছে ওভাই ত্রিদেশীয় টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ে লড়াই। মিরপুরের শেরেবাংলায় এই এই ম্যাচ দিয়েই টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে তাইজুল ইসলামের। এর আগে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পেলেন এবারই প্রথম। বাঁহাতি এই স্পিনারকে ক্যাপ তুলৈ দেন অধিনায়ক সাকিব আল হাসান।
আর অভিষেকে নিজের প্রথম বলেই উইকেট পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার আউট করলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরকে। শেষ অব্দি জিম্বাবুয়ে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৪৪ রান।
টি-টুয়েন্টির ক্যারিয়ারে প্রথম বলেই উইকেট শিকারের প্রথম কৃতিত্ব অস্ট্রেলিয়ার মাইকেল ক্যাসপ্রোভিচের। এই সাফল্য আরও পেয়েছেন ভারতের অজিত আগারকার, দক্ষিণ আফ্রিকার আলফানসো থমাস, অস্ট্রেলিয়ার শন টেইট, দক্ষিণ আফ্রিকার ক্লেনভেল্ট, ভারতের প্রজ্ঞান ওঝা, ইংল্যান্ডের জো ডেনলি, ভারতের বিরাট কোহলি, হংকংয়ের নাদিম আহমেদ ও পি, খাড়কা, পাপুয়া নিউ গিনির গাভেরা, ওমানের এ জে, লালচেটা, পাকিস্তানের আমির ইয়ামিন, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও শ্রীলঙ্কার লক্ষণ সান্দাকান।
ম্যাচে টসে জিতে অধিনায়ক সাকিব প্রথমেই বেছে নেন বোলিং। বৃষ্টির কারণে খেলা শুরুর সময় পিছিয়ে যায় দেড় ঘন্টার মতো। লার ওভার কমিয়ে আনা হয়েছে ১৮ ওভারে। ম্যাচের ওভার কমিয়ে আনায় নিয়ম অনুযায়ী তিনজন বোলার সর্বোচ্চ চার ওভার করে বোলিং করতে পারবেন।
২০১৯ সালে এটিই প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।
Discussion about this post