টি–টোয়েন্টিতে দুর্দান্ত ফর্ম, আত্মবিশ্বাস ভরপুর মন, আর চোখে নতুন স্বপ্ন-এভাবেই ওয়ানডে ক্রিকেটে পা রাখলেন সাইফ হাসান। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হচ্ছে ২৬ বছর বয়সী এই ব্যাটারের।
আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নতুন করে সাজানো একাদশে জায়গা পেয়েছেন সাইফ, আর দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান। দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে সোহানের প্রত্যাবর্তন দলে অভিজ্ঞতার ছোঁয়া এনেছে।
টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তবুও ওয়ানডে একেবারে ভিন্ন যুদ্ধ। পঞ্চাশ ওভারের ধৈর্য ও পরিকল্পনার খেলায় এবার নজর থাকবে তরুণ সাইফের ব্যাটে।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ধারাবাহিক সাইফ। ভারতের বিপক্ষে এশিয়া কাপে ৬৯, শ্রীলঙ্কার বিপক্ষে ৬১, আর আফগানদের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে করেছেন ৬৪ রান। তাই তাঁর অভিষেককে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে টিম ম্যানেজমেন্টে।
বল হাতে যদিও এখনো তেমন সাফল্য আসেনি, টি-টোয়েন্টিতে ২ উইকেট, টেস্টে ১টি—তবুও সাইফকে দলের “ইমপ্যাক্ট অলরাউন্ডার” হিসেবে দেখছে কোচিং স্টাফ।
ওয়ানডে ইতিহাসে আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। দুই দল মুখোমুখি হয়েছে ১৯ বার, যেখানে টাইগাররা জিতেছে ১১টি ম্যাচ। তবে আফগানরা জিতেছে সর্বশেষ দুটি সিরিজ-এবার সুযোগ তাদের হ্যাটট্রিকের।
বাংলাদেশের সামনে লক্ষ্য একটাই টি–টোয়েন্টির ছন্দ ধরে রেখে ওয়ানডেতেও জয় দিয়ে নতুন অধ্যায়ের সূচনা।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।
আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফর, বশির আহমদ।
 
			 
                                









Discussion about this post