ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন কয়েক আগেই তার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। ভারতের #Metoo আন্দোলনে জড়িয়ে গেছে লাসিথ মালিঙ্গার নাম। দক্ষিণের জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদ টুইটারে শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে যৌন হেনস্তার করেছেন। তার বিরুদ্ধে এখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই। ভারতের গায়িকার দাবী আইপিএল চলাকালীন সময়ে নাকি তাকে যৌন হয়রানি করেছিলেন মালিঙ্গা। হোটেল রুমে তাকে বাজে প্রস্তাব দেন!
এই অভিযোগপাশ কাটিয়ে মাঠে দুর্দান্ত বোলিং করেছেন লাসিথ মালিঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে শনিবার ওয়ানডে ম্যাচে ৪৪ রান দিয়ে তুলেন ৫ উইকেট। তারমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আরো নিজেকে ফের চেনালেন মালিঙ্গা। তার বোলিংয়ের সামনে পড়েও অবশ্য ইংল্যান্ড ৫০ ওভারে বড় সংগ্রহই গড়েছে। তারা তুলেছে ২৭৮ রান। তবে ম্যাচটা জিততে পারেনি তার দল। এরপর জবাব দিতে নেমে ২৯ ওভারে ৫ উইকেটে করে ১৩০ শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে ৩১ রানে হেরে যায় লঙ্কানরা।
সতীর্থ বোলাররা ব্যর্থ হলেও ৩৫ বছর বয়সীয় মালিঙ্গা সাফল্য পেলেন। ম্যাচে মঈন আলিকে ফিরিয়ে নিজের ৫০০তম আন্তর্জাতিক উইকেট তুলে নেন এই পেসার। এউইন মরগার ও মঈন আলিকে পর পর দুই বলে ফিরিয়ে অবশ্য হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। অবশ্য টানা তিনবলে উইকেট পেলেন না!
১০ ওভারে ৪৪ রানে ৫ উইকেট নেন মালিঙ্গা। ওয়ানডেতে অষ্টমবারের মতো পেলেন পাঁচ উইকেট। এরই পথ ধরে টপকে যান অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে। অজি তারকা ওয়ানডেতে ৭ বার নেন ৫ কিংবা তারও বেশি উইকেট। লাসিথ মালিঙ্গার চেয়ে একদিনের ক্রিকেটে বেশি ৫ উইকেট আছে শহীদ আফ্রিদি, ব্রেট লি (৯বার), মুত্তিয়া মুরালিধরন (১০) ও ওয়াকার ইউনিসের (১৩)।
একই দিন ৩৫ বছর ৪৬ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে আরেকটি অর্জন যোগ হয় মালিঙ্গার নামের পাশে। ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়া চতুর্থ বয়োজ্যেষ্ঠ বোলার এই পেসার। তার চেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট তুলেছেন ভারতের রবিন সিং (৩৫ বছর ২৫৪ দিন), পাকিস্তানের ওয়াসিম আকরাম (৩৬ বছর ২৫৮ দিন) আর নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হেডলি (৩৭ বছর ২১৮ দিন)।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৭৮/৯ (বেয়ারস্টো ২৬, রুট ৭১, মরগান ৯২, স্টোকস ১৫, বাটলার ২৮, রশিদ ১৯*; মালিঙ্গা ৫/৪৪, প্রদিপ ১/৫২, দনাঞ্জয়া ১/৬৪, থিসারা ১/৩৭, ধনাঞ্জয়া ১/১৯)।
শ্রীলঙ্কা: ২৯ ওভারে ১৪০/৫ (ডিকভেলা ৯, চান্দিমাল ৯, কুসল পেরেরা ৩০, শানাকা ৮, ধনাঞ্জয়া ৩৬*, থিসারা ৪৪*; ওকস ৩/২৬, স্টোন ১/২৩, ডসন ১/২৬)।
ফল: বৃষ্টি আইনে ইংল্যান্ড ৩১ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজের দুটি শেষে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড
ম্যাচসেরা: ওয়েন মরগান
Discussion about this post