ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টানা পাঁচ জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে দাপট এগিয়ে যাচ্ছে দল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরু থেকে দারুণভাবে এগিয়ে গিয়ে ৪ ম্যাচ হাতে রেখেই সুপার সিক্স নিশ্চিত করেছে দলটি। নাঈম ইসলামের দল জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চায়।
ডিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার সকাল ৯টায় সাভারের বিকেএসপিতে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
এবারের ডিপিএলে দুর্দান্ত খেলছেন রূপগঞ্জ অধিনায়ক নাঈম ইসলাম। তার সঙ্গে ছন্দে আছেন দুই ওপেনার মেহেদি মারুফ ও মোহাম্মদ নাঈম। শাহরিয়ার নাফীস, মুমিনুল হক ও রিশি ধাওয়ানও হয়ে উঠছেন ম্যাচ জয়ের নায়ক। বল হাতে সাবেক ডিপিএল চ্যাম্পিয়নদের পধ দেখাচ্ছেন মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, মুক্তার আলি, আকবার-উর-রহমানরা।
পয়েন্ট টেবিলের শেখ জামালের চেয়ে বেশ এগিয়েই লিজেন্ডজ অব রূপগঞ্জ। গত মৌসুমে প্রতিপক্ষের বিপক্ষে দুইবারের দেখায় দুইবারই জিতেছিল নাঈম ইসলামের দল। সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা ৬ষ্ট জয় তুলে নিতে চায় ফেভারিটরা।
এবারের বিপিএলে ৮ ম্যাচের ৭টিতেই জিতে রান রেটের সামান্য ব্যবধানে রুপগঞ্জ আছে টেবিলের দুইয়ে। সমান ম্যাচে সমান জয়ে শীর্ষে আবাহনী লিমিটেড। তারপরই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগে চার নম্বরে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্রিকেট ক্লাব।
Discussion about this post