বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে বল হাতে ম্যাজিক দেখালেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ হারল রংপুর। বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে ৮০ রানের জিতেছে ঢাকা।
অপু নেন ৫ উইকেট। তার আগের সেরা ছিল ২১ রানে ৫ উইকেট। প্রথম ইনিংসে নেন ৪ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ম্যাচে এবারই প্রথম ১০ উইকেট পেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ৩৬৫/১০
রংপুর ১ম ইনিংস: ২৩০/১০
ঢাকা ২য় ইনিংস: ১২৮/১০
রংপুর ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৪) (আগের দিন ৩৫/২) ৮৬.২ ওভারে ১৮৩ (সোহরাওয়ার্দী ২০, মাহমুদুল ১৫, নাইম ৬১, নাসির ১৬, আরিফুল ২, আকবর ২৮, বাবু ৮, রিশাদ ১০, মুকিদুল ০*; সুমন ৬-২-১২-০, নাজমুল ৩৯.২-৮-৬৪-৬, আরাফাত জুনিয়র ৬-০-৬৪-১, শুভাগত ১৪-১-৩৩-০, সাইফ ৭-১-১৪-১, শাকিল ১-০-৯-০, তাইবুর ১৩-৪-২১-২)।
ফল: ঢাকা ৮০ রানে জয়ী।
ম্যাচসেরা: নাজমুল ইসলাম অপু।
###########
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার ৩৭৫ রানের জবাবে প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট সিলেট। দ্বিতীয় ইনিংসে তারা করে ৩০৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা বিভাগ ১ম ইনিংস: ৩৭৫/১০
সিলেট বিভাগ ১ম ইনিংস: ১৩৪/১০
সিলেট বিভাগ ২য় ইনিংস: (ফলো অন) (আগের দিন ২৫০/৫) ১০৪.৫ ওভারে ৩০৮ (জাকির ১৪০, কাপালী ২৩, এনামুল জুনিয়র ৯, রেজাউর ১৪, আবু জায়েদ ৪, খালেদ ০*; হালিম ২৭-৬২-৪, মাসুম ১৭-৩-৬১-১, জিয়াউর ১৬-২-৩৬-১, মিনহাজুর ১১-৩-৩৮-০, নাহিদুল ১৬-৩-৪৯-০, মইনুল ১১.৫-১-৩৬-৩, রবি ৬-০-২১-০)।
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ৬৮) ৯.৩ ওভারে ৭৩/২ (রবি ১৪, ইমরান ৩৩*, ইমরুল ১৮, তুষার ১*; খালেদ ৪.৩-০-৩২-১, আবু জায়েদ ৪-০-৩০-০, রেজাউর ১-০-৫-১)।
ফল: খুলনা ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জাকির হাসান।
############
রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচে সহজেই জিতেছে চট্টগ্রাম। দ্বিতীয় স্তরের ম্যাচটিতে শেষ দিনে বৃহস্পতিবার রাজশাহীর প্রয়োজন ছিল ১৩৬ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু ৪৭ রান যোগ করেই অলআউট। ৮৮ রানের জয়ে প্রথম স্তরে ফেরার মিশন শুরু করল মুমিনুল হকের দল।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৮৭/১০
রাজশাহী ১ম ইনিংস: ১৫২/১০
চট্টগ্রাম ২য় ইনিংস: ১৪৭/১০
রাজশাহী ২ম ইনিংস: (লক্ষ্য ২৮৩, আগের দিন ১৪৭/৫) ৬৯ ওভারে ১৯৪ (জুনায়েদ ৬৮*, রেজা ২৫, প্রিতম ৩, তাইজুল ৫, শফিকুল ৫, পায়েল আহত অনুপস্থিত; ইফরান ১৪-৩-৪০-৩, নোমান ১৪-০-৬১-০, মেহেদি রানা ১৭-৬-৩৫-৪, হাসান ১৯-৩-৩৬-১, ইয়াসির ৫-০-১৫-১)
ফল: চট্টগ্রাম ৮৮ রানে জয়ী।
ম্যাচসেরা: মেহেদি হাসান রানা।
############
পারল না বরিশাল। ঢাকা মেট্রো জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে ফেরার অভিযান শুরু করেছে। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ২ উইকেট হারিয়ে ৩৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় মেট্রো।
দ্বিতীয় রাউন্ডে সোমবার রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। মেট্রোর প্রতিপক্ষ মুমিনুল হকের চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল ১ম ইনিংস: ৭৬ ওভারে ২৪১/১০
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪১৩/১০
বরিশাল ২য় ইনিংস: (আগের দিন ১৭৭/৭) ৭৩.২ ওভারে ২০৮ (মনির ১৮, মাহমুদ ৬, রাব্বি ১৪*, তানভির ৪; শহিদুল ১৩-২-৪৩-২, আবু হায়দার ২০-৮-৪২-৩, আরাফাত ২২-৬-৫৮-২, রকিবুল ৩-০-২২-০, আল আমিন ১০.২-৪-২২-১, আমিনুল ৩-০-১৮-০, শামসুর ২-১-২-১)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭) ১১.৫ ওভারে ৩৭/২ (আনিসুল ১০, জাহিদুজ্জামান ১৫*, শামসুর ৪, মার্শাল ১*; রাব্বি ৪-০-১০-০, সালমান ২-০-৬-০, তানভির ৩.৫-১-১৩-২, আশরাফুল ২-১-২-০)
ফল: ঢাকা মেট্রো ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শহিদুল ইসলাম
Discussion about this post