আগামীর বাংলাদেশ দলের সামনে এখন বয়সভিত্তিক বিশ্বকাপ মিশন। তার আগে বিশ্বকাপের জন্য যুব দলকে প্রস্তুত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে এক মাসের একটি ক্যাম্প। তার জন্য ঘোষণা করা হল ২৪ সদস্যের দল। যেখানে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান, পেসার আব্দুল হালিম ও পিনাক ঘোষ।
বিসিবি জানিয়েছে ২১ মে থেকে ২৩ জুন পর্যন্ত মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমিতে চলবে ক্যাম্প। ২০১৮ সালে যুব বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। সেই টুর্নামেন্টের জন্যই একটা শক্তিশালী দল গড়তে চাইছে বিসিবি।
অনুর্ধ্ব-১৯ দল-
ব্যাটসম্যান: সাইফ হাসান, সজীব হোসেন, পিনাক ঘোষ, নাঈম শেখ, জালাল উদ্দিন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, রায়ান রাফসান রহমান, শামিম হোসেন পটোয়ারী, হাবিবুর রহমান মারুফ, মোহাম্মদ রাকিব।
উইকেটরকক্ষক: মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন, শাকিল হোসেন
স্পিনার: মনির হোসেন, শহিদুল ইসলাম প্রামাণিক, নাঈম হাসান, শাখাওয়াত হোসেন,
পেসার: কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম, আব্দুল হালিম, হাসান মাহমুদ, রবিউল হক।
Discussion about this post