আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার।
অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমেও বিশ্বকাপের টিকিট বিক্রি চলছে। http://bd.bookmyshow.com/cricket/icc-t20-bangladesh/ এই ওয়েব সাইটে ক্লিক করে অনলাইনে টিকিট বিক্রির জন্য বুকিং দেয়া যাবে।
আগামী বছরের ১৬ মার্চ থেকে বাংলাদেশের তিনটি ভেন্যুতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। ভেন্যুগুলো হল-মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেটে নির্মানাধীণ সিলেট স্টেডিয়াম।
গ্রুপ পর্যায়ের টিকিটের মুল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত। তবে সেমিফাইনালের টিকিটের দাম কিছুটা বাড়বে। সেমিফাইনালে টিকিটের মুল্যমান সর্বনিন্ম ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩০০০ টাকা। ফাইনালের এই দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ম ২০০ টাকা এবং সর্বোচ্চ ৪০০০ টাকা।
জানা গেছে বিশ্বকাপের মোট টিকিটের শতকরা পঞ্চাশ ভাগ টিকিট সাধারনের জন্য ছাড়া হবে।
Discussion about this post