জাতীয় দলে তিনি নেই বছর দুয়েকের বেশি। ফের লাল-সবুজের জার্সিতে দেখা যাবে তেমন সম্ভাবনাও একেবারে কম। তারপরও ঘরোয়া ক্রিকেটে যখন তিনি মাঠে নামছেন দেখিয়ে দিচ্ছেন তিনি ফুরিয়ে যান নি। তিনি এখনো অনন্য, অসাধারণ, অপ্রতিদ্বন্দ্বী। তিনি মাশরাফি বিন মর্তুজা। লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক।
চার-পাঁচ পদক্ষেপ নিয়ে ছোট্ট রান আপে এসে মিডিয়াম পেস। তাতেই কুপোকাত প্রতিপক্ষ। বোলার মাশরাফিকে যেন খেলতেই পারছেন না ব্যাটসম্যানরা। সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে দেখা গেলো তেমনই দৃশ্য। মাশরাফি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দেখালেন দাপট। তুললেন ৫ উইকেট। প্রতিপক্ষ অলআউট মাত্র ৮০ রানে। তার পথ ধরে লিজেন্ডসরা জিতল ১০ উইকেটে।
মাশরাফির নেতৃত্বে লিজেন্ডস অব রূপগঞ্জ ডিপিএলে টানা ৫ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট। হেরে মোহামেডান সেখানে অস্তিত্ব সংকটে। ৫ ম্যাচে তাদের মাত্র ১ পয়েন্ট। রেলিগেশন এড়ানোই কঠিন তাদের।
বিকেএসপিতে এই উইকেট শিকারের দিনে মাশরাফি গড়লেন দারুণ এক রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন মাশরাফির। বিকেএসপিতে সোমবার ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়লেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের সফলতম বোলার।
এর আগের রেকর্ডটি ছিল আরেক কিংবদন্তি মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই ২৩ রানে ৫ উইকেট নেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের একমাত্র ৫ উইকেট শিকারের দিনে আশরাফুলের বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও এই ম্যাচে টপকে গেলেন মাশরাফি। ৩২৪ ম্যাচে তার উইকেট ৪৫২টি। স্পিনার আব্দুর রাজ্জাক ৪১২ উইকেট নিয়ে এখন অবসরে। খেলে যাচ্ছেন মাশরাফি।
সোমবার মাশরাফির বোলিং ফিগার ছিল এমন- ৮.৪-৩-১৭-৫।
মাশরাফির সবশেষ ৫ উইকেট ছিল চার বছর আগে। ২০১৯ সালের মার্চে। লিগে আবাহনী লিমিটেডের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৬ উইকেট নেন ৪৬ রানে। লিগে মাশরাফি সব সময়ই সফল। গত লিগে ১৪ ম্যাচে ২০ উইকেট নেন। এবার ১১ উইকেট হয়ে ৪ ম্যাচে। শীর্ষে তিনিই।
এই মাশরাফি সত্যিই অনন্য, অসাধারণ, অপ্রতিদ্বন্দ্বী!
Discussion about this post