তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভাল করেই জানানে মাঠের সব হিসাব-নিকাশ।দিল যখন ব্যর্থতার গলিতে হাঁটে তখন মনের উপর দিয়ে কেমন ঝড় বয়ে যায় সেটাও জানেন মাশরাফি বিন মর্তুজা। টেস্টে একের পর এক হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশ দলের। নেতৃত্বে বদল এসেছে। মুমিনুল হক সরে যেতেই দ্বায়িত্বে এসেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই একই অবস্থা সাদা পোশাকের ক্রিকেটে।
ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচ সিরিজে টাইগাররা হারল ০-২ ব্যবধানে। হোয়াইট ওয়াশের পর টেস্ট সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে ফের। অবশ্য অধিনায়ক সাকিব জানিয়েছেন, সাদা পোশাকে ভালো ফল আনতে অন্তত দেড় বছর সময় দিতে হবে তাকে। আপাতত বিদেশ সফরের ফল নিয়ে না ভেবে ঘরের মাঠে ভালো করার কথাটাও শোনালেন। মঙ্গলবার একই সুরে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রাজধানীতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বলেন, ‘প্রথমত টেস্ট কখনোই ভালো ছিল না। আমরা মাঝে হোমে কিছু ম্যাচ জিতেছিলাম, একটা প্রক্রিয়ার দিকে যাচ্ছিল। কিন্তু হঠাত করে আবার নিচের দিকে। টেস্টে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। যে ফরম্যাটে ধারাবাহিক সেই ফরম্যাট হল ওয়ানডে। ২০১৫ সাল থেকেই আমরা ধারাবাহিকভাবে কম বেশি ভালো খেলে এসেছি।’
গত মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার সময় মাশরাফি ও সাকিব ছিলেন সতীর্থ। সেই সতীর্থের পাশে আছেন তিনি। মাশরাফি বলেন, ‘টেস্ট ক্রিকেটে ইতিবাচক ব্যাপার হল সাকিব বেশ অভিজ্ঞ ক্রিকেটার। সাকিব এখন অধিনায়ক কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব না। সাকিব কিছু কথা বলেছে যেগুলোর গভীরতা আছে। ওকে সময় দিতে হবে। আমার বিশ্বাস সময় দিলে এটা আমরা কাটিয়ে উঠতে পারব আবার। কিছুটা সময় লাগবে।’
একইসঙ্গে আশার কথা শোনালেন মাশরাফি, ‘দেখুন, ওয়ানডে ক্রিকেটও কিন্তু আমরা এভাবে পরিবর্তন করেছি। আমাদের প্রথম পরিকল্পনা ছিল আমরা ঘরের মাঠে যতটা সম্ভব ম্যাচ জিতব, ৮০ শতাংশ ম্যাচ আমরা কীভাবে জিততে পারি। তো ওই যে বললাম, টেস্ট ক্রিকেটেও আমাদের শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়েছিলাম। ওই জায়গা থেকে একটু পিছিয়ে সমস্যা হয়ে গেছে। তবে হোমে ম্যাক্সিমাম ম্যাচ এখন আমাদের জিততে হবে।’
এদিকে মাশরাফি দল গঠন নিয়েও প্রশ্ন তুললেন। তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে যে পারফর্ম করছে তাকে লাল বলে না খেলানো বা লাল বলে যে পারফর্ম করছে তাকে সাদা বলে না খেলানো (উচিৎ)। আমরা মঝখানে এরকম অনেক কিছু দেখেছি।’
Discussion about this post