শেষ অব্ধি গুঞ্জন সত্য হলো, তামিম ইকবাল ওয়ান ডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন। খেলবেন না এশিয়া কাপে!
বৃহস্পতিবার সকাল থেকেই ছিলো চাঞ্চল্য, গুঞ্জন! তামিম আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহাগুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে আলোচনা। এরপর রাত সাড়ে নয়টায়, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসা থেকে মিললো আপডেট। জানা গেল, ওয়ানডে ফরম্যাটে শেষ বারের মতো অধিনায়কত্বটা করেই ফেলেছেন তামিম। মেরুদণ্ডের চোট তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। মেরুদণ্ডেরর লাম্বার ডিস্ক ৪ ও ৫ এর সমস্যাতেই বিশ্রামে এখন তিনি।
বৃহস্পতিবার তামিম বলেন, ‘সব কিছু চিন্তা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমি আর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক থাকছি না। আমি যদি অধিনায়ক থাকতে চাইতাম, তাহলে সেটা স্বার্থপর সিদ্ধান্ত হয়ে যেত। আমি সবসময় দলকে প্রাধান্য দিয়েছি, আজও দিচ্ছি; দলের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।’
তামিম সে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। তিনি বলেন, ‘সিদ্ধান্তটা আমি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি, পরিস্থিতিটা বুঝিয়েছি যে, আমি এই সিদ্ধান্তটা আমার দল, আমার দেশকে সামনে রেখে, ভালোর জন্যই নিয়েছি। তিনি পরিস্থিতিটা বুঝেছেন, দোয়া করেছেন; আর বলেছেন, সব কিছুর পরও তুমি খেলো।’
Discussion about this post