হারানো শ্রেষ্টত্ব ফিরে পাওয়ার পথে এখন জিম্বাবুয়ে। ত্রিদেশীয় ক্রিকেটে রোববার তেমনই ইঙ্গিতই দিয়েছে তারা। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় শক্তি অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চমকে দিল তারা।
ইতিহাস জানাচ্ছে-অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। ৩১ বছর আগে ১৯৮৩ সালে সর্বশেষ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারায়।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৯ উইকেট হারিয়ে তুলে ২০৯ রান।
জবাব দিতে নেমে দুই ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২০৯/৯ (ক্লার্ক ৬৮*, হাডিন ৪৯, কাটিং ২৬; উইলিয়ামস ২/২১, টিরিপানো ২/৩৪, উতসেয়া ২/৪৫)
জিম্বাবুয়ে: ৪৮ ওভারে ২১১/৭ (মায়োয়ো ১৫, সিকান্দার ২২, টেইলর ৩২, চিগুম্বুরা ৫২*, উতসেয়া ৩০*; লিয়ন ৪/৪৪, স্টার্ক ২/৪১, ম্যাক্সওয়েল ১/৪১)
ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এল্টন চিগুম্বুরা
Discussion about this post