ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই বাজিমাত। তিন কোটি বিশ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। আগেও কলকাতার জার্সি গায়ে খেলেছেন সাকিব। জয় করেছেন দর্শকদের মন। মাঝে দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দারাবাদে।
আবারও কলকাতায় ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। শেষ অব্দি মূল্য ছাড়িয়ে যায় তিন কোটি।
২০১৯ সালে আইপিএল খেলেছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব। ওহায়দরাবাদের হয়ে মাত্র তিন ম্যাচে মাঠে নামেন তিনি। তিন ম্যাচে করেছেন ৯ রান, উইকেট নিয়েছেন মাত্র দুইটি। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে কেনে কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে।
নাইটদের হয়ে ৭ মৌসুম খেলেছেন তিনি। আইপিএলে মোট ৬৩টি ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। ৪৬টি ম্যাচে ব্যাট করে তুলেছেন ৭৪৬ রান। স্ট্রাইকরেট ১২৬.৬৬। বল হাতে সাকিব ৬২ ইনিংসে নেন ৫৯টি উইকেট।
Discussion about this post