বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরেছেন কুমার সাঙ্গাকারা। সেই ধারাবাহিকতা থাকল ইংল্যান্ডের বিপক্ষেও। সাঙ্গাকারা এবং লাহিরু থিরিমান্নের জোড়া সেঞ্চুরিতে আরো একটা ম্যাচে দাপট শ্রীলঙ্কার।
৯ উইকেটে জিতল তারা। এ জয়ে পরের রাউন্ডে উঠার পথটা প্রস্বস্ত করেছে লঙ্কানরা। অন্যদিকে তিন ম্যাচে হারল ইংলিশরা।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৬ উইকেট হারিয়ে তুলে ৩০৯ রান। জবাব দিতে নেমে ৪৭.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
টানা দ্বিতীয় শতরান তুলে নিলেন সাঙ্গাকারা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৯/৬ (মইন ১৫, বেল ৪৯, ব্যালান্স ৬, রুট ১২১, মর্গ্যান ২৭, টেইলর ২৫, বাটলার ৩৯*, ওকস ৯*; হেরাথ ১/৩৫, দিলশান ১/৩৫, ম্যাথুস ১/৪৩, পেরেরা ১/৫৫, মালিঙ্গা ১/৬৩, লাকমাল ১/৭১)
শ্রীলঙ্কা: ৪৭.২ ওভারে ৩১২/১ (থিরিমান্নে ১৩৯*, দিলশান ৪৪, সাঙ্গাকারা ১১৭*; মইন ১/৫০)
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কুমার সাঙ্গাকারা
Discussion about this post