দিনের শুরুতে টেস্ট আমেজ। এরপর ওয়ানডে। পড়ন্ত বেলায় শারজায় যেন দেখা মিলল টি-টুয়েন্টির উত্তেজনা। অবস্থা এমন দাড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে শেষ ১২ ওভারে দরকার ওভারপ্রতি ৫ রান। এরপর শেষ ৬০ বলে পাকিস্তানের চাই ৫৩ রান। হাতে ৬ উইকেট। অনেক নাটকের পর ম্যাচের ৯ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। এমন একটা টেস্টে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক।
এর অর্থ সিরিজ ১-১-এ ড্র ।
সোমবার শারজায় পাকিস্তানের এমন শ্বাসরুদ্ধকর জয়ে নায়ক সেঞ্চুরিয়ান আজহার আলি। তার ব্যাট থেকে আসে ১০৩। অধিনায়ক মিসবাহ-উল-হক অপরাজিত ৬৮ রান। ১৯৯৪ সালে করাচিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর এই প্রথম শেষ ইনিংসে তিনশ’র বেশি রান তাড়া করে কোনো টেস্ট জিতল পাকিস্তান।
অন্যদিকে ১৯৯৯ সালের পর দেশের বাইরে কোনো টেস্ট সিরিজ জেতার কাছাকাছি গিয়েও পারল না শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪২৮ ও ২য় ইনিংস : ২১৪ (সিলভা ৩৬, মাহেলা ৪৬, ম্যাথুস ৩১, প্রসন্ন ৪৯; তালহা ৩/৬৫, রেহমান ৪/৫৬, আজমল ৩/৫৩)।
পাকিস্তান ১ম ইনিংস : ৩৪১ ও ২য় ইনিংস : ৩০২/৫ (খুররম ২১, শেহজাদ ২১, আজহার ১০৩, ইউনুস ২৯, সরফরাজ ৪৮, মিসবাহ ৬৮*; লাকমল ৩/৭৯)।
ফল : পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আজহার আলি।
সিরিজসেরা : অ্যাঞ্জেলো ম্যাথুস।
Discussion about this post