ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর চলাকালিন বাবর আজমের বিরুদ্ধে যৌন ও শারীরিক নির্যাতন এবং অর্থ লোপাটের অভিযোগ এনেছিলেন এক পাকিস্তানি নারী। শুধু তাই নয় মামলাও করেছিলেন তিনি। তবে সেই মামলা বৃহস্পতিবার তিনি প্রত্যাহার করেছেন। এজন্য ‘মিথ্যা’ মামলা থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তান অধিনায়ক।
মিথ্যা অভিযোগের ভিত্তিতে বাবরের বিরুদ্ধে ঐ মামলাটি করেছিলেন হামিজা মুখতার নামের ঐ নারী। গত ২৮ নভেম্বর পাকিস্তানের অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বাবর আজমের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তোলেন হামিজা। দশ বছর প্রেমের পর বাবর তাকে প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছিলেন, বাবর তার কাছ থেকে প্রায় ১ কোটি রুপি লোপাট করেছেন। এর কয়েকদিন পর তার গাড়িতে গুলি করে হত্যাচেষ্টা চালানো হয়েছে বলেও দাবি করেছিলেন।
তবে সব অভিযোগ মিথ্যা ছিল জানিয়ে মামলা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন হামিজা ও তার আইনজীবী। এর আগে বাবরের আইনজীবীরা দাবি করেছিলেন, মামলা তুলে নেওয়ার জন্য প্রায় এক কোটি রুপির প্রলোভন দেখিয়েছেন হামিজা। যদিও শেষপর্যন্ত আর্থিক কোনো লেনদেনের খবর পাওয়া যায়নি।
বাবরের সঙ্গে আথে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দাবি করলেও হামিজা এবার নিজেই জানিয়েছেন, সব মিথ্যা। হামিজার ভাষ্য ছিল- ২০১০ সালে বাবর তাকে প্রেমের প্রস্তাব দেন, ২০১১ সালে কোর্টে বিয়ে করার জন্য বাবরকে প্রস্তাব দিলে বাবর সাড়া দেননি এবং ধীরে ধীরে তারকাখ্যাতি পাওয়া বাবর একসময় সুর বদলে ফেলেন।
বাবরের বিরুদ্ধে আনা অভিযোগ অবশ্য বিশ্বাস করেননি তার ভক্ত-সমর্থকরা। আইনি লড়াই চালিয়ে যান আইনজীবীরাও। শেষপর্যন্ত মামলা থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তান অধিনায়ক। সব মিলিয়ে বড় এক ধাক্কা সামলে এখন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মন দেবেন তিনি। যদিও ঐ নারীর করা মামলা নিয়ে কখনও মুখ খোলেননি বাবর।
Discussion about this post