বেশ কয়েক বছর ধরেই একই দৃশ্যপট! সাকিব আল হাসান মাঠে নামা মানেই যেন একের পর এক রেকর্ড। এখন অবস্থা এমন হয়েছে যে এই তারকা ক্রিকেটার মাঠে নামলেই গড়ে ফেলেন নতুন কোন কীর্তি! চলমান ত্রিদেশীয় সিরিজের শুরুতে সাকিব অধিনায়কত্বের রেকর্ডে টপকে যান মুশফিকুর রহিমকে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারের রেকর্ডও গড়েন এই অলরাউন্ডার।
বুধবার সাকিব নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে এদিন খেলছেন ৪৪ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস। তার পথ ধরে গড়লেন আরেকটি রেকর্ড। মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাকিব।
এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রহকারীর আগেই সাকিব সর্বোচ্চ উইকেটশিকারীও। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ফরম্যাটে সাকিবের রান ২১৩১। ১০৩ ম্যাচে ১২১.৫৬ স্ট্রাইক রেটে এই রেকর্ড গড়েছেন সাকিব। মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ২১২১। টি-টোয়েন্টিতে তামিম ইকবাল তুলেছেন ১৭৫৮ রান। মুশফিকুর রহিমের রান ১৫০০।
টি-টুয়েন্টিতে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীও সাকিব। ১২২ উইকেট তুলেছেন তিনি। দ্বিতীয় অবস্থানে থাকা মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৯৪ উইকেট। এই ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে অর্ধশতকও সাকিবের। টি-টুয়েন্টিতে ১১টি অর্ধশতক টাইগার অধিনায়কের।
Discussion about this post