টানা তিন জয় দিয়ে দল উঠে গেছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিং কেলেংকারি স্বস্তি দিচ্ছে না মহেন্দ্র সিং ধোনিকে। তার নাম জড়িয়ে নানা কথা শোনা যাচ্ছে। সেটা অবশ্য খেলায় প্রভাব পড়ছে না! এরইমধ্যে শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ডিসমিসাল স্পর্শ ভারত অধিনায়ক। তার সেই ৬০০তম ডিসমিসালের শিকার বাংলাদেশের নাসির হোসেন। এনিয়ে ১২৮টি স্টাম্পিং করার রেকর্ডও করে ফেলেছেন এ উইকেটকিপার।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ডিসমিসালের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ধোনি। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (৯৯৮), অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯০৫), ইয়ান হিলি (৬২৮) এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৬২৮)। এরমধ্যে সাঙ্গাকারাই শুধু খেলছেন। বাকীরা চলে গেছেন সাবেকদের তালিকায়।
Discussion about this post