ওয়ালটন জাতীয় লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চার দলের সবাই জিতেছে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে। বিকেএসপিতে রাজশাহী সোমবার জিতল তিন দিনে। মঙ্গলবার বরিশালকে হারিয়ে ঢাকা বিভাগ পয়েন্ট তালিকার শীর্ষে। ফতুল্লার সিলেটকে হারাল রংপুর। কক্সবাজারে বোলারদের ম্যাচে জয় পেয়েছে খুলনা।
সিলেট-রংপুর বিভাগ
সিলেট বিভাগ ১ম ইনিংসে অলআউট হয়েছিল ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংস শেষ ১৬২ রানে। আর তাতেই রংপুরের কাছে তারা ম্যাচ হারল ৩১৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর ১ম ইনিংস : ৩৯১/১০। এবং ২য় ইনিংস : ২২৮/৬ (সায়মন ২৩, শুভ ২১, তারিক ৩২, নাসির ৪৭, নাঈম আহত অবসর ২৩, আরিফুল ৫৮*; নাসুম ৩/৬৩)।
সিলেট ১ম ইনিংস : ১৪৩/১০। এবং ২য় ইনিংস : ১৬২/১০ (আনোয়ার ২১, রাজিন ২৩, সাকের ৩১, নাসুম ২০; সাজেদুল ৪/৪৬, শুভাশীষ ২/২০, মাহমুদুল ৩/৩৫)।
ফল : রংপুর ৩১৪ রানে জয়ী।
ম্যাচসেরা : নাঈম ইসলাম।
খুলনা বিভাগ-ঢাকা মেট্রো
জিততে শেষদিনে খুলনার লক্ষ্য ছিল ২০৩ রান। তারপরও জিততে বেশ বেগ পেতে হল। শেষ পর্যন্ত ঢাকা মেট্রোর বিপক্ষে তারা জিতে ৫ উইকেটে। ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১৭২/১০। এবং ২য় ইনিংস : ২৪৩/১০ (শামসুর ৮৪, সৈকত ২২, মেহরাব জুনয়র ২১, শহীদ ৫২*; রাজ্জাক ৯/৯১)।
খুলনা ১ম ইনিংস : ২১৩/১০। এবং ২য় ইনিংস : ২০৬/৫ (তুষার ১০৭*, মিঠুন ৭৫; আরাফাত সানি ২/৩৬)। ফল : খুলনা ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : আবদুর রাজ্জাক।
ঢাকা বিভাগ-বরিশাল বিভাগ
ঢাকা বিভাগের সামনে টার্গেট ছিল ১১০ রানের। এরপর ২৩.৩ ওভার খরচ করে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে তারা। ৮ উইকেটের সহজ জয়ে পুর্ন পয়েন্ট।
এ জয়ের সুবাদে জাতীয় লিগে সবচেয়ে বেশি ১১২ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের শীর্ষে।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১ম ইনিংস : ৩২৩/১০। এবং ২য় ইনিংস : ২২৯/১০ (সালমান ৬২, শাহীন ৪১, নুরুজ্জামান ৩০, মানিক ৩১; নাজমুল অপু ৪/৪৫, নূর হোসেন ২/৬৮, দেওয়ান সাব্বির ২/১৪)।
ঢাকা বিভাগ ১ম ইনিংস : ৪৪৩/১০। এবং ২য় ইনিংস : ১১২/২ (মজিদ ৩৩, রনি ৪৭*, তৈয়েবুর ৩১; মনির ২/৩৬)।
ফল : ঢাকা বিভাগ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : তৈয়েবুর পারভেজ।
জাতীয় লিগের পয়েন্ট তালিকা (ষষ্ঠ রাউন্ড শেষে)
দল    ম্যাচ    জয়    হার    ড্র    পয়েন্ট
ঢাকা বিভাগ    ৬    ৪    ১    ১    ১১২
রাজশাহী ৬    ৩    ০    ৩    ৯০
খুলনা    ৬    ২    ০    ৪    ৮০
রংপুর    ৬    ২    ১    ৩    ৭০
সিলেট    ৬    ২    ৩    ১    ৬৫
ঢাকা মেট্রো    ৬    ১    ৩    ২    ৫৭
চট্টগ্রাম    ৬    ১    ৩    ২    ৪২
বরিশাল    ৬    ০    ৪    ২    ২৯
 
			 
                                









Discussion about this post