অসাধারন দুটি মাইলফলকের হাতছানি নিয়েই শুরু করেছিলেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু কিছুতেই সেই অভিজাত ক্লাবে পা রাখা হচ্ছে না। সাকিব আল হাসানের অপেক্ষার প্রহর যেন বাড়ছেই! টি-টুয়েন্টিতে ৪০০০ রান ও ৩০০ উইকেট ক্লাবে ও আইপিএলে ৫০০ রান ও ৫০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখানোর হাতছানি ছিল তার সামনে। বল হাতে সাকিবকে নিতে হতো ৭টি উইকেট। ৬ উইকেট পেলে টি-টুয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট এবং ৪০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন সাকিব।
হায়দরাবাদের হয়ে এ মৌসুমের প্রথম ৩ ম্যাচেই ৫ উইকেট নিয়েছেন সাকিব। এরপর থেকে প্রতীক্ষাটা বাড়ছেই। রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ পারলেন না সানরাইজার্স হায়দারাবাদের এই তারকা। উইকেটশূন্য থাকলেন সাকিব। ৪ ওভার বোলিং করে ৩২ রান দিলেন। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৪ রানে জিতেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে সাকিবের হায়দরাবাদকে হারিয়ে এই জয়ে চেন্নাই উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
টি-টুয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট এবং ৪০০০ রান নেয়া দ্বিতীয় ক্রিকেটার হতে অপেক্ষা বাড়ল সাকিবের। অভিজাত এ ক্লাবের একমাত্র সদস্য ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
আগামী মঙ্গলবার সাকিব আল হাসানের সানরাইজার্সের পরের ম্যাচ। যেখানে প্রতিপক্ষ মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে দুটো উইকেট পেতে নিশ্চয়ই চাইবেন সাকিব! তখনই মাইলফলকের উৎসবটা শুরু হবে তার।
Discussion about this post