টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। লিওনেল মেসি ও নেইমারকে পেছনে হাতে নিয়েঠেন ফিফা বর্ষসেরা ফুটবলার ট্রফি। এমন প্রাপ্তিতে উচ্ছাসে ভাসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লন্ডনের পলেডিয়াম থিয়েটারে সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরার পুরস্কারটি হাতে নিয়ে বলেন, ‘দেখুন, আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি লিও ও নেইমারের কথা বলব, এখানে উপস্থিত থাকাটা দারুণ ব্যাপার। রিয়াল মাদ্রিদ সমর্থক, আমার সতীর্থ, আমার কোচ, সারা বছর তারা আমাকে সহায়তা করেছে। প্রথমবারের মতো আমরা ইংল্যান্ডে আর টানা এই পুরস্কার জিতলাম আমি। সত্যিই খুব আনন্দিত। এটা দারুণ এক মুহূর্ত।’
রোনালদো যে আরো একবার বর্ষসেরা হবেন, সেটা প্রায় নিশ্চিতই ছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতার। এনিয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরার হলেন রিয়াল মাদ্রিদের এই পতুর্গীজ ফরোয়ার্ড। মেসিও ৫বার জিতেছেন এই সম্মান।
২০০৮ সালে প্রথম ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যলন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনালদো। তারপর দুটি পুরস্কার এক হয়ে যাওয়ায় ২০১৩ ও ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অর জেতেন তিনি। দুটি পুরস্কার আবারও আলাদা হলে, গত বছর ব্যালন ডি’অর ও দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কার জিতেন সিআর সেভেন।
এমন সাফল্যের রহস্যের কথাও শোনালেন রোনালদো। জানালেন, ‘আমি এগারো বছর ধরে পেশাদার ফুটবলে খেলছি। মেধা, কঠোর পরিশ্রম আর অনেক অনেক নিষ্ঠাই এই জায়গায় নিয়ে এসেছে আমাকে।’ এখন সাফল্যের ধারাবাহিকতা রেখে এগিয়ে যেতে চান তিনি।









Discussion about this post