মেজাজ গরমের জন্য বিশেষ ‘কুখ্যাতি’ রয়েছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির। তবে শনিবার পাকিস্তানের বিপক্ষে তেমন প্রতিক্রিয়া দেখান নি তিনি। আম্পায়ারের সিদ্ধান্ত মন মতো না হওয়া সেটা হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছেন। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে তিনি আউট ছিলেন না। কিন্তু যেভাবে তার প্রতিবাদ করেছেন তাতে কোড অব কনডাক্ট ভেঙ্গেছে। তাইতো জরিমানার মুখে পড়েন এই ভারতীয় ব্যাটিং জিনিয়াস।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোহলিকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে।
পাকিস্তানের রান তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট দ্রুত হারায় ভারত। এরপরই দলের হাল ধরেন কোহলি। ব্যক্তিগত ৪৯ রানে ফিরে যান আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে।
তবে দলকে জয়ের কাছাকাছি ততোক্ষণে নিয়ে যান তিনি। ম্যাচে ৫ উইকেটে পাকিস্তানকে হারায় ভারত।
Discussion about this post