সিরিজ জেতার আগেই টিম ম্যানেজম্যান্টের এমন পরীক্ষায় মেতে উঠা কতোটা দরকার ছিল-সেই প্রশ্ন উঠতেই পারে! তারই খেসারত গুনে খুলনায় টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটা হারল বাংলাদেশ। টাইগারদের ৩১ রানে হারিয়ে সিরিজে টিকে থাকল জিম্বাবুয়ে। এ অবস্থায় সিরিজে স্বাগতিকরা ২-১-এ এগিয়ে।
বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আন্তর্জাতিক অভিষেক হয় চার বাংলাদেশি ক্রিকেটারের। মোট পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে নতুন চেহারার বাংলাদেশ। কিন্তু সেই পরীক্ষা ব্যর্থ!
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে তুলে ৬ উইকেটে ১৮৭ রান। জিততে রীতিমতো রেকর্ডই করতে হতো মাশরাফির দলকে। কেননা, ১৬৪ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড আগে হয়নি তাদের। ইতিহাস গড়া হয়নি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ১৫৬।
বুধবার টি-টুয়েন্টি অভিষেক হলো আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলীর। কিন্তু নতুন সেই দলটা চেনা পথ দেখা পারল না।
যাই হোক শুক্রবার এই ধাক্কা সামলে সিরিজ জেতার সুযোগ থাকছে বাংলাদেশের। এদিন সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮৭/৬ (মাসাকাদজা ২০, সিবান্দা ৪৪, মুতুমবামি ২০, উইলিয়ামস ৩২, ওয়ালার ৪৯, রাজা ৭, মুর ১০*; সাকিব ৩/৩২, হায়দার ২/৪০, শহীদ ১/৩২)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৬/৬ (ইমরুল ১, সৌম্য ২৫, সাব্বির ৫০, মোসাদ্দেক ১৫, সাকিব ৩, মাহমুদউল্লাহ ৬, মুক্তার ১৯*, নুরুল ৩০*; ক্রেমার ৩/১৮, রাজা ২/৭)
ফল: জিম্বাবুয়ে ৩১ রানে জয়ী
ম্যাচসেরা: ম্যালকম ওয়ালার
Discussion about this post